মধ্যরাতের ছেঁড়া উচ্চারণ
পাক খাওয়া গুটানো কেবল্ এর মতো নেমে আসছে রাত্রি
হেমন্তের কুয়াশায় এই মুহূর্তে শুধুই আঁশটে গন্ধ।
নতুন শীতের সাজে আসরে বসেছ রাজেন্দ্রজাতিকা
সূক্ষ কথার প্যাঁচে নতুন কথারা
ঘিরে ফেলছে তোমার উপভোগ্যতা, তোমার ঠোঁটের কোনায়
চুইয়ে পড়ছে গত যৌবনের অতৃপ্ত চটুল সেক্স; পারিষদ পরিযায়ী দূত
প্রেমিকের জামা পরে এগিয়ে চলেছে তরতর বহুগামী নৌকায়।
হেমন্তের রাত একমুখী ছিল না কখনো, কোনো তারা বলেনিকো
শুদ্ধতার নিবাস শুধু গ্রামীন উপত্যকায় ; লেডি ক্যাথরিন জেগেছেন
কবরের শতক প্রাচীন বন্ধ কফিন ছিঁড়েখুঁড়ে। ডন জুয়ান
ব্র্যান্ডের নতুন জুতোয় পা গলিয়েছেন শুদ্ধতার রাজতিলক সম্রাজ্ঞী।
জয় হো…জয় হো…
শব্দভেদী বাণ ছুটে চলেছে হেমন্তের রাত্রির একমাত্র বুক ভেদ করে।
'ব্র্যান্ডের নতুন জুতোয় পা গলিয়েছেন শুদ্ধতার রাজতিলক সম্রাজ্ঞী।
জয় হো…জয় হো…'
মধ্যরাতের ছেঁড়া উচ্চারণ দারুণ প্রিয় কবি সৌমিত্র। শুভ সকাল।
বরাবরের মতোই ভালো লাগা