দুঃখবোধ

দুঃখবোধ

দুঃখবোধে বিষম লাগে
হৃদয় পোড়া গন্ধ ছুটে
দিনের আলো আঁধার লাগে
চোখে শুধু সর্ষেফুল নাচে

সব কিছুতেই বিস্বাদ যেন
তৃঞ্চা নামের পানি পানে
যন্ত্রণা ঠেলে দ্রোহ রাগের
আকাশ নীল নীল হারা যে।

এমনি করে চাঁপা ব্যথা
বেঁচে রয় বুক পাঁজরে
দিনে দিনে দিন ফুরালে
দুঃখবোধ ঠিকই বাঁচে।

ক্ষণ কাল

ক্ষণকাল এ যাপিত কাল
পরম আত্মার অনন্তকাল; ক্ষণকালে জীবন সুঁপে
আত্মা বাঁচে কোন সে রুপে?

যাপিত কালে জীবন সয়ে
জীব আত্মা হয় ধরাধামে; নিঃশ্বাসের ঐ হিসাব কষে
জীব আত্মা কখন বাসি হবে?

জীব আত্মার কোলাহলে
জীবন বাঁচে হেসে খেলে; ক্ষয়ীঞ্চুকালে ব্যথার ক্ষতে
আত্মা কেমনে সিঁথানে বসে?

পাপপূণ্য

পাপপূণ্য জীবের হিস্সা। ক্ষণকাল জীবনবোধি। পাপপূণ্য জীবন সাথে, আত্মা তখন কোথায় থাকে? পাপ জীবের আত্মা রয় কোন সে রুপে? পূণ্য জীবের আত্মা রয় কোন সে রুপে? জীব আত্মা সহবোধ, সহাবাস। পাপপূণ্য জীবে কেন একলা রয়?

১৪২৪/১২ অগ্রহায়ণ/হেমন্তকাল।

2 thoughts on “দুঃখবোধ

  1. দুঃখবোধের ক্ষণকালে পাপপূণ্য সমীকরণ জটিল একটি বিষয়। তারপর বর্ণিত লিখায় অসাধারণ এক যোগসূত্র খুঁজে পেলাম প্রিয় মাটি ও মানুষের কবি বন্ধু। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।