পরিচয়
ভালোবেসে মরে ভালোবাসা, জাগে তবু আকাঙ্খা
ইচ্ছেগুলো বাউরা তালে আউড়া হয়ে করে প্রতিক্ষা।
কবরের দেশে কবর খুরে ভুলে যাই সীমানা
যে যেমন খুশী তেমন চলি করিনা পরওয়ানা।
পুড়ে যাক, নিঃস্ব হয়ে যাক, হোক চারপাশ অসাড়
আমি বেঁচে আছি এটাই সত্য, বাকি মিথ্যে কলস্বর।
কে আমি, কে তুমি, বলো পৃথিবীটা কার?
এক মুষ্ঠ মাটির ক্যানো এতোটা হাহাকার?
আমি মুসলমান তুমিও মুসলমান, চিনতে পারিনা আ’কার
ধর্ম ভুলে স্বার্থ লোভে সংযুক্ত বিধান, এ অশুচি তবে কার?
অতঃপর মনে রেখো যে যাই হও না ক্যানো মৃত্যু সবার..
বেশ ভালো লিখেছেন প্রিয় কবি মি. রুদ্র আমিন। শুভ সকাল।
শুভ সকাল কবি
ভালো লিখেছেন