সার্কেল

সার্কেল

বিবর্ণ দিনের শেষে পথ গুলো আর খুঁজে পাইনা,
অনন্তকাল ধরে পথ হাঁটবো বলে যে পথে নেমেছিলাম,
সেই পথে চলতে গিয়ে দেখি পথের সরল রেখা বিলুপ্ত হয়ে শূন্যপথ। পথ হারাবো জন্য আজ পথের খোঁজ মেলে না।
বসে থাকাই অবধারিত, ট্রেন চলে গেছে ঝুমঝুম বাজনা বাজিয়ে চোখের সামনে দিয়ে। গন্তব্য না জানার জন্য টিকিট কাটতে লাইনে দাঁড়াতে পারিনি।
সময়ের ক্ষয় হতে হতে দিনের আলো গোধূলি, তার ও পরে গাঢ় অন্ধকার, একাকিত্বের ভয় সবথেকে যন্ত্রণাময় সেই গভীরতা সরিয়ে দেখে যাই রাতের আঁধারে, দূরে আরো দূরে কেউ একজন মশাল জ্বালিয়ে হেটে যায়, আমি তার কাছে যাবার রাস্থা খুঁজে পাই না তাকে সঙ্গী করার বাসনা নিয়ে যতটা লম্বা পা ফেলি দেখি সে ততটাই দূরে মিলিয়ে যায়। দিকভ্রান্ত হয়ে পারাপার এর মাঝে পক্ষকাল বসে থাকি, জেগে উঠতে গিয়ে দেখি হেমন্তের দিন শেষে কুয়াশার চাদরে জড়ানো শীত এসে গেছে, আবার তাই সকালের কাঁচা রোদে শরীর জরাবো বলে পথের পাশেই বসে থাকি।

এভাবেই থেকে থেকে চলে যায় বসন্ত, বর্ষা, গৃহতল, আচ্ছাদন, খসে পরে বসন ভূষণ,সৌখিন স্বাধ আর পকেটের ফুটো থেকে খসে পরা খুচরো পয়সা গড়িয়ে চলে যায় লোকালয়ের কাঁচা বাজারে।
নতুন করে বুঝতে পারি পায়ের মাঝে শেকড়বাকড় গুলো আরো গভীরতা চায়।
আমি বৃক্ষজাত মানুষ হয়ে নতুন জন্ম লাভের আশায় ডালপালা মেলে ধরবার চেষ্টা করি, চেষ্টা করি পাখিদের গৃহ গুলো সৌখিনতায় ভরে দিতে, ভাবনায় আসে একটি ছায়াতল তৈরি করে পথিকের পথের দিশা হবো।
ভাবনা গুলোর ডালপালা শুকিয়ে উনুনের উত্তাপ বাড়ায়, আমি পা বাড়াতে পারিনা।
এর পর চলে যায় দিন, মাস, বছর
যেমন আগে গিয়েছে যেমন আগামীতেও যাবে।

আর আমি সেই পথিক হয়েই থেকে যাবো যেমন আগেও ছিলাম;
আমার আর অনন্তকাল চলা হবে না যেমন আগেও হয়নি
আমার আর পথ হারানো হবে না
কারণ পথ হারাবার জন্য আর কোন পথ অবশিষ্ট নেই।

* এটা কোন কবিতা না কেউ তেমন কিছু ভাবলে সেটা তার ভাবনা, তবে ছবিটা আমার তোলা।

2 thoughts on “সার্কেল

  1. 'দিকভ্রান্ত হয়ে পারাপার এর মাঝে পক্ষকাল বসে থাকি, জেগে উঠতে গিয়ে দেখি হেমন্তের দিন শেষে কুয়াশার চাদরে জড়ানো শীত এসে গেছে, আবার তাই সকালের কাঁচা রোদে শরীর জরাবো বলে পথের পাশেই বসে থাকি।'

    এই ই হচ্ছে লাইফ বা জীবন সার্কেল। অহোদিন পরস্পর পরস্পরের মুখোমুখি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. উপরে মুরুব্বীর মন্তব্যের সাথে একমত। প্রচ্ছদে ক্লিক করতেই ছবিটা বড় হয়ে গেলো দেখে ভালো লাগলো। শুভেচ্ছা নিন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।