জেদ চাপে

জেদ চেপে বসলে
অনলে, উত্তাপে কাঁপে দেহ
মূর্ত চোখে- কটমট রাগ
ঝড়ো তাণ্ডব বয়ে যায় বুকে!…
ব্যাস…
শুধু শেষ দেখতে চাই- অশেষ বাক্যের, অশ্লেষার, অশ্লীলতার, অসভ্যতার…
তরবারিতে শাণ দিই
বালিতে,
অশ্রুর রেখায় রোদ্দুর ঝিলিক,
ব্যাঙ্গ ভঙ্গিমা…
রোজ রোজ ভেল্কি ছাপে খবরের কাগজে, বড় বড় কলামে;
নিখোঁজ ব্যক্তির পাশে তন্দুরি চিকেনের রসালো বিজ্ঞাপন, পুকুর চুরির বর্ণনা,
সব শেষে ধর্ষণের পোস্ট মর্টেম …
নগরের অন্য খবর, মফস্বলের, গ্রামের…
ঘরপোড়া গল্প! ইনসেটে মৃতের মুখ! রক্ত ঘামের দাবী দাওয়া…
কত কি পূরণ হয় চার পাশে, রোজ রোজ
ভরাট হয়-
বিল, নদী, আদি জলাশয়, খেলার মাঠ, ফসলি জমি, বাস্তুভিটা…
কতশত ক্লেদ-ভার, নির্ভার খোঁজে,
একবার মুষ্টিতুলি, ঝাণ্ডা হাতে, লাল পতাকায়, তুমুল শ্লোগানে!
জেদ চাপে, গালি আওড়াই, তালি দিই -প্রতিবাদী গানে!!
ব্যাস…
শুধু শেষ দেখতে চাই- অশেষ বাক্যের, অশ্লেষার, অশ্লীলতার, অসভ্যতার…

দা উ দু ল ই স লা ম
৩০.১১.১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “জেদ চাপে

  1. 'একবার মুষ্টিতুলি, ঝাণ্ডা হাতে, লাল পতাকায়, তুমুল শ্লোগানে!
    জেদ চাপে, গালি আওড়াই, তালি দিই -প্রতিবাদী গানে!!
    ব্যাস…
    শুধু শেষ দেখতে চাই- অশেষ বাক্যের, অশ্লেষার, অশ্লীলতার, অসভ্যতার…'

    চাই নিরাপদ বেঁচে থাকার নিশ্চয়তা। রক্ত শপথে থাক দেশ জাতি মঙ্গলের প্রাপ্তি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।