পার্থক্যের কতকিছু

পার্থক্যের কতকিছু []

জগতে কতকিছুই প্রথম প্রকাশিত হয়, কতকিছু-
সান্নিধ্যের সাগর ছুঁতে না পেরে, মিশে যায় ঢেউয়ের
সাথে। কত শামুক-ঝিনুক, আত্মস্মৃতি খুঁজে
বদলায় নিবাস। নিমিষে ভালোবাসার ছায়াতলে
ডুব দেয় মানুষের প্রিয় পরাণ পাখিরা।
কত পার্থক্যের বেলা, নিয়ন্ত্রণ করে ঝড়ের ভাগ্য
এখন শ্রাবণ নয়, তবু তাণ্ডবের লালরেখা
দাগ রেখে যায় সময়ের বুকের উপর, কখনও
এসব দেখারও থাকে না কেউ।
অনেক অনন্তকে আপন জেনে কেউ আকাশের দিকে
তাকায়। আর কেউ ধূর্ত দর্জির মতো অন্যের
বস্ত্রহরণ করে, বানায় হাতের রুমাল-
ঈশ্বরের পা মুছিয়ে দেবে ব’লে।

:: নিউইয়র্ক / ১৬ নভেম্বর ২০১৫ ::

1 thought on “পার্থক্যের কতকিছু

  1. 'কত পার্থক্যের বেলা, নিয়ন্ত্রণ করে ঝড়ের ভাগ্য
    এখন শ্রাবণ নয়, তবু তাণ্ডবের লালরেখা
    দাগ রেখে যায় সময়ের বুকের উপর, কখনও
    এসব দেখারও থাকে না কেউ।' ___ দারুণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।