বন ভোজন।
আয়োজন করে ভোজনের পাঠ চুকে গেলে, আসেন শুনি- অরণ্য রোদন! কোন এক জাতিগত নিধনের কাহিনী। বিবর্ণ শূন্যতার বুকে অসংখ্য ভোজন সন্ধ্যার উল্লাস- ধ্বনি! রাক্ষসী করাতের ক্রমাগত ভোগ! যেভাবে উজাড় হতে হতে সবুজ দেহে বেঁধেছে নিঃসাড় স্নায়ুরোগ!
ক্ষয়ব্যাধি। … আর অপার দুর্ভোগ। আসেন, সুজন বন্ধু…বন ভোজনে। বসেন, সবুজের মনে। কিছু অবুঝ প্রজাতি এখনো টিকে আছে বিলীন অস্তিত্বে। এরা নিষ্কর্মার ঢেঁকি! তবুও
শক্তিধর শেকড় বিস্তৃত মাটিতে, এদের সমূলে নিধন প্রয়োজন! ভোজন সম্পন্নের জন্যে।
নতুবা- অরণ্যের নাগ উত্থিত হতে পারে আপনার নগর জীবনে। রূপ নগরে। যেভাবে আগর পোড়া গন্ধে দম বন্ধ হতে পারে, অথবা দম বন্ধ হলে আগর পোড়ে! …
দাউদুল ইসলাম
২৬.১২.১৭
গদ্য তলা ধারাবাহিকের লিখা অসাধারণ চলছে নিঃসন্দেহে। তবে শব্দনীড় এর পোস্ট এডজাস্টমেন্ট স্পেস সীমিত হওয়ায় লাইন গুলোন ভেঙ্গে যাচ্ছে। আমি কিন্ত গদ্য ভাবনা মাথায় রেখে পড়ে চলেছি।
অভিনন্দন রইলো স্যার। 
ভাল চলছে কবি দা। শুভেচ্ছা রাখি।