কবিতা ফিরে না ..

কবিতার বিষাদ এক জঘন্য সরীসৃপ
আমাকে তাড়িয়ে বেড়ায়
যেন কতদিন লিখা হয়না প্রেমের কবিতা
যেন কবি বলে আমারই সব দায়
বলি, জগতে প্রেম আছে কই
হিংসা ক্ষোভ বিদ্বেষ কথায় কথায়।

শব্দের খোজে কবিতার খোজে আমি হয়েছি হন্য
রাতের হিম ঝরা বৃক্ষের স্পন্দন
শিশিরের শব্দে প্রভাতের আলকরন
সোনা ঝরা রোদ্দুর দুপুরের নির্জনতা
ধু ধু প্রান্তর ফেরিয়ে তৃষ্ণার্ত পাখীর মত
খুঁজেছি কবিতা
গোধূলির মায়া জড়িয়ে সারাটা বিকেল
নিকেল ক্ষয়ে যাওয়া চশমার সোনালী ফ্রেমের মত
হেটে যাওয়া যুবতীর কঙ্কণের শব্দের মত
উড়ে যাওয়া বকের দল, ঝরে পড়া পালকের মত
কবিতা আসে না
কবিতা ঝরে না
কবিতা বুঝে না কবির বিষাদ যন্ত্রণা
চটকদার বিজ্ঞাপনের মত
ছলনাময়ী প্রেমিকার মত হারিয়ে গেলে
কবিতা আর ফিরি ফিরি করে ফিরতে চায়না।

দাউদুল ইসলাম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “কবিতা ফিরে না ..

  1. কবিতাটি পড়লাম প্রিয় স্যার। বরাবরই আপনার সৃষ্টিতে মাথা নুয়াই। এবারই তাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কবিতাও অনেক সময় ফেরেনা এই উপলব্ধি নিরেট সত্য। শুভেচ্ছা নিন কবি দাদা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।