শূন্যচ্ছেদ

শূন্যচ্ছেদ

আলো ঘর – ঘর আলো
গুপ্ত প্রণয়ের সিম্ফনি
শব – শ্মশান – কান্না
তারপর বিবর্তনের রাত।

উষ্ণ নাভিতে আঁকা শিলালিপি
মুদ্রিত টেক্সট – চিহ্ন
আমরা পড়তে পারি – ধরতে পারি
শূন্যচ্ছেদ – যতিচিহ্ন।

এইযে আমাদের বহুমাত্রিক চাওয়া
কামারশালার উত্তপ্ত আগুন
চোরাবালি পথ – যৌনতা
অস্তিত্ব ধরে নাচে কেউ থৈ থৈ নাচ।

তবু স্থবির
সাপ লুডু খেলার জীবন
শূন্য একটা ধারণা মাত্র
যেন কৈশোরে পাওয়া যৌবন।

2 thoughts on “শূন্যচ্ছেদ

  1. শৈল্পিক একটি লিখা। দারুণ ভাবে সাজিয়েছেন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।