নতুন করে কেউ আমায়
এখন স্বপ্ন দেখালে,
সেই স্বপ্নে আমি আর
সুখের ঘর বাঁধি না ।
কত স্বপ্নই তো দু’চোখে
স্বপ্ন হয়েই রইলো,
কখনো তো আশার ফুল
হয়ে তা ফুটলো না ।
১২/০১/১৮
নতুন করে কেউ আমায়
এখন স্বপ্ন দেখালে,
সেই স্বপ্নে আমি আর
সুখের ঘর বাঁধি না ।
কত স্বপ্নই তো দু’চোখে
স্বপ্ন হয়েই রইলো,
কখনো তো আশার ফুল
হয়ে তা ফুটলো না ।
১২/০১/১৮
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর লিখা। অভিনন্দন এবং শুভ সকাল প্রিয় কবি।
কৃতজ্ঞতা জানবেন অশেষ প্রিয়
সুন্দর লেখা কবি দা।
শুভেচ্ছা জানবেন দিদি