আবার যখন বর্ষা পাবো
সময় খুব জ্বালাতন করে
অসময়ে এসে
সময়ের খরস্রোতে
জীবন গেলো ভেসে।
ভালোবাসার বৃক্ষগুলোর
শেকড়টা বেশ হালকা থাকে
পথের বাঁকে পথ ফুরালে
কে আর কাকে মনে রাখে।
হয়নি জানা সত্যি কিছুই
বাতায়নে একলা একা
ভালোবাসার রংধনু রং
চোখে কারো যায় না দেখা।
তুমিও বেশ গভীর ভাবে
রাস্থা দেখে পথ চলে যাও
গ্রীল ধরে দাঁড়িয়ে থাকা
মানুষটাকে ম্লান বানাও ।
এখন আমি পাহাড় হলাম
আমার বুকের ঝরনা তুমি
একদিন এক বৃক্ষ হবো
তুমিই হবে আমার ভূমি।
কিংবা এক পৃথিবীতে
তুমি কোন সাগর হবে
সূর্য হবো আমি সেথায়
উদয় এবং অস্তরাগে ।
যুগল ডানার স্বপ্ন দেখে
যতই আমি জাল বুনে যাই
তরল বিষের লাক্ষা বুকে
তিলপরিমাণ শান্তনা নাই।
ভাবছি বসে সময় গেলে
আবার যখন বর্ষা পাবো
আষাঢ় শেষের বৃষ্টি হয়ে
শুষ্ক ঘাসের গা ভিজাবো।
বৃষ্টিজলে ভিজে যখন
আচ্ছাদন এক খুঁজবে তুমি
গ্রীল ধরে দাড়িয়ে থাকা
বৃক্ষ মানুষ তুমি ভূমি।
১৭/১০/১১
———————–
'যুগল ডানার স্বপ্ন দেখে … যতই আমি জাল বুনে যাই
তরল বিষের লাক্ষা বুকে … তিলপরিমাণ শান্তনা নাই।'
___ অনবদ্য লিখনে অভিনন্দন প্রিয় কবিবরেষু। আশা করবো ভালো আছেন।
অসাধারণ লেখা মন দা। মূলত প্রত্যেকটি লেখাই বেশ পরিমার্জিত। ভাল থাকুন।