সুরভি

সুরভি

তোমায় না দেখেও যেদিন প্রথম দেখেছিলাম
সেদিন থেকে আমি আর কোনো ফুলের দিকে তাকাইনি
বিশ্বাস করো, কোনো ফুলের কিছুমাত্র ঘ্রাণও নিইনি!

সমস্ত রাত নগদ অন্ধকারের দিকে চেয়ে থাকি
সবাই বলে আর কিছু বাকি নেই, আমি জানি বাকি আছে
বলতে পারো পারু…..
যে জীব তার হয়ত জীবন আছে, মৃত্যুও আছে
আর যে জড়… বলো দেখি তার কি কিছু আছে?

অন্ধকারেই আমি ঠিক ঠিক আন্দাজ করে নিয়েছিলাম
সদ্য ফোটতে শুরু করা গোলাপফুল
পাতাবাহারের সমস্ত বৈকুণ্ঠ জুড়ে জড়িয়ে থাকুক
তোমার সেই বাড়ন্ত টোলপড়া গালের চুল!

বিশ্বাস আর অবিশ্বাসের জোড়া সাঁকোর শপথ করে বলি
কাঁটা আমায় আপন করে যতো খুশি জড়িয়ে নিক
তবুও এমনি একটি পাঁপড়ির সুরভি আমার দু’চোখে দিক!!

4 thoughts on “সুরভি

  1. 'বিশ্বাস আর অবিশ্বাসের জোড়া সাঁকোর শপথ করে বলি
    কাঁটা আমায় আপন করে যতো খুশি জড়িয়ে নিক
    তবুও এমনি একটি পাঁপড়ির সুরভি আমার দু’চোখে দিক!!'

    শুভ সকাল প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।