টুকরো টুকরো কথা

টুকরো টুকরো কথা

সময়ের রং ভাসিয়ে নিয়েছে সকল অনালোকিত রঙ
এখন বিবর্ণ প্রজাতির প্রজাপতি লাল নীল গোলাপ খুঁজে পায় না
বিরান বাগানে কেউটে সাপের কেতকী নাচ গিলে খেতে চায় সামাজিক দর্পণ।
তোমার ভালোবাসার মোহ মোমের মত ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারের নির্ভরতায় দাঁড়িয়েছে।
তোমাকে আর সেই রঙে খুঁজে পাই না।
যুগল ডানায় যে আকাশে উড়ে বেড়ানোর কথা ছিলো সেই আকাশ মেঘের কাছে বন্ধী,
ভিজে যাওয়া ঝড়ে যাওয়া ডানা শুধুই সময়ের ক্ষত আর ভবিতব্য নিয়ে
চুপচাপ বসে থাকে
আমি আর নীল আকাশ দেখতে পারি না।

সম্ভাব্য যা কিছু স্বপ্ন বাকি আছে,
সেথায় আঁকিবুকির লাঙ্গল চালায় নবীন কৃষকের ক্ষুরধার মগজের ক্ষুধা।
আমি আর আগামীর স্বপ্ন বুনতে পারি না।
তোমাকে দেবার মত কিছুই আর বাকি নেই,
তোমার কাছ থেকে নেবার মতও কিছু কি আছে বাকি;
তাই চল যাই নিভর্রতার সুখে,
দুজন দুজনকেই নিয়ে বাঁচি।

3 thoughts on “টুকরো টুকরো কথা

  1. তাই চল যাই নিভর্রতার সুখে,
    দুজন দুজনকেই নিয়ে বাঁচি।——–সুন্দর লাগল

    অনেক শুভ কামনা নিবেন কবি দাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. টুকরো টুকরো কথা গুলোই আমাদের জীবনের অধ্যায় খণ্ডাংশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।