ব্যাখ্যা

ব্যাখ্যা

বরুণের চায়ের স্টলে যখন কথারা ওড়ে
আমি তখন নীরবতার কাছে সাক্ষাৎ দীক্ষা নিই
বৃক্ষের গুণাগুণ ব্যাখ্যা দিই
আশেপাশে মশা ওড়ে, মাছি ঘুরে
শত-সহস্র আলোকবর্ষ দূুরে!!
বিশদ ব্যাখ্যার কোনো অপেক্ষা রাখে না
এক সময় কথারা প্রলয় হয়
সবাই জানে, শরীরী প্রেম সব সময়
বেশি কথা কয়!
মাঝে মাঝে নিজেকে নিজেই বলি
অমন করে ভেবো না,
জীবন মানেই সংগমে-সংগ্রামে শিরোনামহীন
দিনে দিনে কেবল বাড়তে থাকে প্রেমহীন ঋণ!
কখনো তেতুলপাতা
কখনো আঙুরলতা!!

3 thoughts on “ব্যাখ্যা

  1. স্মৃতি বা স্মৃতির ব্যাখ্যাকে পছন্দ হলো প্রিয় কবি। :)  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।