জলত্রাস

জলত্রাস

ওগো চাঁদ ওগো চাঁদ
ভুলে গেছো-অমাবস্যার রাত-
বৃন্দাবনে ভাসে কত
বামন কথায় নীলাদ্রির ঘাট।

জোনাকির জলসা ঘরে
বেদনা পুড়ে- ওগো চাঁদ তোমার
কি ঝরে না শিশির বিন্দু
জলত্রাস; এখানেই জলার্দ্র মেঘ;

জলাঞ্জলি করছে বালুঝড়
জলকুক্কুটের মতো উড়ে চলা সমুদ্র-
তবুও চাঁদের পরে না ঝিলিক-
বেদনায় সিক্ত হাওয়া ঘুম পাড়ানির মাঠ।

________
২৭-০৬-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “জলত্রাস

  1. একজন লিখক তাঁর লিখাকে নিশ্চয় দরদ দিয়ে লিখবেন কথাটি বলার অপেক্ষা রাখে না। আপনার এই কবিতাটি সত্যসত্যই হৃদয়গ্রাহী হয়েছে প্রিয় বাউল কবি। দারুণ। :)

    1. জ্বি মুরুব্বী দা

      আসলে এটা গানের ঝোকদিয়ে লেখা

      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ

      ভাল থাকবেন————–

  2. তারিখ ঠিক রেখে ধারাবাহিকভাবে লিখে যাওয়ার এই অবিরাম প্রচেষ্টা খুবই জটিল কিন্তু আপনি সেটিকে সহজ করে নিয়েছেন সাহিত্য প্রেমে। আপনার কাব্য অবদান প্রস্ফুটিত হোক সবার মাঝে।

  3. অপূর্ব!
    সুরের মূর্ছনায় আরো প্রাণ পেতো জলত্রাস।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।