অরণ্য পরিবার
এমনই তোমার মেঘে ঢাকা রীতি। যেন কোনও দিন দেখোনি বজ্রপাত
দুপুরের ছাদে উড়ছে পোস্টকার্ড চিঠি। যেন নীল প্রজাপতি ও জলপ্রপাত
একদিন বাতিল কৃষ্ণচূড়ার ফুল। যেন প্রমাণ লোপাট হলো বেঁচে থাকার
ডোরাকাটা রাস্তায় ছেঁড়াপাতা পড়ে। যেন মৃত্যু নিষাদ মেঘ ব্রাত্য কবিতার
তারপর জাগে ছিন্ন ক্যাপাচিনো কফি। যেন দু ‘চামচ বৃষ্টিচিনির প্রিয় অধিকার
আজ বিছানায় থাক জোছনার কথা। যেন ঘুমের বালিশে আঁকা অরণ্য পরিবার
যথেষ্ঠ সুন্দর একটি লিখা এই ঝড় বাদলের প্রথম সকালে পড়ে নিলাম।
শব্দনীড় এ আপনাকে স্বাগতম মৌসুমী মণ্ডল দেবনাথ। পাশে থাকুন।
বাহ অসাধারণ অনেক অনুপ্রানিত হইলাম কবি দিদি
অনেক শুভ কামনা রইল———-
সুন্দর কাব্যিক।
অনেক অনেক ভাল লেখা কবি দিদি ভাই। স্বাগতম এবং শুভেচ্ছা নিন।