মামুনের তিনটি অণুগল্প


এক.
একদিন সান্ধ্যকালীন আড্ডায় কথাবার্তার এক পর্যায়ে শিহাব উত্তেজিত হয়। ওর নাকের ওপরটায় ঘাম জমে.. ডান পাশের কপালের শিরাটা লালচে হয়ে ওঠে পলকে।

গলার রগটা ফুলিয়ে সে ওদের বলে,
– যে দেশে গুণী একজনকে চক্ষুলজ্জা বিসর্জন দিয়ে নিজের মুখে চেয়ে নিজের জন্য পদক নিতে হয়… মূল্যায়ণটা করতে বলে দিতে হয়, ফরিদীর মত শক্তিমান অভিনেতার মৃত্যুর পরে পদক প্রাপ্তি ঘটে! সেই মাটিতে দাঁড়িয়ে অন্তত সৃষ্টিশীলতার উল্লাসে মগ্ন হতে আমাকে বলো না।

#পদক_অণুগল্প

দুই.
আরেকদিন নিজের মনে হেসে, মেস রুমের দরোজা বন্ধ করতে করতে শিহাব ভাবে,
– পুরুষ মানুষ কেবল গরম হতেই জানে। নারী আর নির্জনতা দুই-ই পুরুষকে কামাতুর করে তোলে। অথচ নারী যখন মা, বোন কিংবা মেয়ের রুপে এই একই নির্জনতায় পাশে থাকে, তখন পুরুষ বালক হয়ে যায়। কেবল এই তিন রুপের ভিন্নতায় একজন বালকও সাহসী পুরুষে পরিণত হয়।

#রুপান্তর_অণুগল্প

তিন.
আকাশের এক প্রান্তকে চিরে দিয়ে অন্যপ্রান্ত পর্যন্ত বিদ্যুতের চমকের পর পরই বজ্রপাতের প্রচন্ড শব্দে কানে তালা লেগে যায়। এই অবসরে ওর রুমে ঢুকে পড়া এক যুবতীর দরোজার হুক ভেতর থেকে থেকে আটকে দেবার শব্দটাও চাপা পড়ে যায়।

মুষলধারে বারিধারা ঝরে পড়ার এমন দিনে কোথায়ও কেউ নেই। এক আঠারো বছরে সদ্য পা দেয়া যুবক অতৃপ্ত এক রমনীর সামনে দাঁড়িয়ে ঢোক গিলে.. রমনী বড্ড রমনীয় ভাবে নিজেকে সামনে মেলে ধরে.. তাঁর বুকের আঁচল মাটিতে পড়ে যায়! প্রচন্ড এক অপ্রতিকূল আবহাওয়ায় একজোড়া আদম-হাওয়া, কাছে-দূরের অনুভূতি পার করতেই বুঝি নৈঃশব্দের প্রহর শেষের অপেক্ষা করে!

#ঝড়ের_রাতে_অণুগল্প

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

6 thoughts on “মামুনের তিনটি অণুগল্প

  1. অসাধারণ তিনটি অণুকথন পড়লাম। অভিনন্দন মি. মামুন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ প্রিয় ভাইয়া অণুকথন তিনটি পড়ার জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      শুভ রাত্রি।

    1. আপনার ভালোলাগাটুকু আমার কাছে অনেক দামী জানবেন বন্ধু।

      শুভেচ্ছা নিরন্তর… শুভ রাত্রি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।