জলকবুতরের গল্প

জলকবুতরের গল্প

জলকবুতরের গল্প বলি তবে
জলের রেখায় আঁকা অদ্ভুত জীবন ছবি

মানুষের ভাগ্য বদল হয় কখন?
প্রশ্নটা তুলেছিল জনৈক যুবক যে কি না
ভাগ্যান্বেষণে ডুব দিয়েছিল জলে

জল – জীবন – জেলে
নদী – নারী – শাড়ি
বড় অদ্ভুত জীবনের সমীকরণ

পিপাসা কাতর মানুষ জানে
প্রিয়জনের হাতের পানি + মগ = নতুন জীবন
চাঁদের আদলে মানুষ হাসলে পৃথিবী ভাসে সুখে

জলকবুতরের গল্পে মানুষের জীবন কাটে বেশ।

8 thoughts on “জলকবুতরের গল্প

  1. অসাধারণ এবং অসাধারণ চেতনার একটি লিখা। :yes:

    1. ধন্যবাদ শ্রদ্ধেয়

  2. অনবদ্য কবি———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।