মে দিবসের ছড়া

মালিক দেছে টাকা ভায়া
মিছিল-র‍্যালি যাই
সারাদিন ঘুরিফিরি
কাউয়া-বিরানি খাই।

মজদুর সব এক হও
কত কথা যে বলি
নেতা হামার গুঁতা মারে
ঠিক হয়ে তাই চলি।

নেতা হামার চাচা হয়
মালিক হয় বাপ
মে দিবস সুখে থাক
করিস ভায়া মাফ।

মাহবুব আলী সম্পর্কে

মাহবুব আলী দিনাজপুর, বাংলাদেশ। প্রভাষক। প্রকাশিত বই: ১. অস্তিত্বের পলায়ন (গল্প) ১৯৯২ ২. ছোটগল্পের নির্মাণশৈলী (সাহিত্য ও সাংবাদিকতা) ২০১৮ ৩. অস্তিত্বের পলায়ন (গল্প) (রিভাইজড ভার্সন) ২০১৮ ৪. ভয় (গল্প) ২০১৮ ৫. পিঙ্গল বিকেলের আয়নায় (গল্প) ২০১৮ ৬. অযোগ্যতার সংজ্ঞা (গল্প) ২০১৮ ৭. রাত পাহারা চোখ (গল্প) ২০১৮ ৮. গোপনীয়তার অলিগলি (বড়গল্প) ২০১৮

5 thoughts on “মে দিবসের ছড়া

  1. :) জগতের সবাই ভালো থাক। একদিনের চাইতে ৩৬৪ দিন বেশী গুরুত্বপূর্ণ।
    শুভ সকাল প্রিয় মাহবুব ভাই। আশা করবো ভালো আছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভ সকাল মুরুব্বীভাই। অনেকদিন পর ব্লগে এলাম। লগইন করতে সমস্যা হচ্ছিল। শেষপর্যন্ত পারলাম। লেখা দেয়ার ইচ্ছে রইল। ভালো থাকবেন।

      1. ধন্যবাদ মাহবুব আলী ভাই। লগিন এ আর সমস্যা হবে না। :)

  2. মে দিবসের শুভেচ্ছা তবু। :)

    1. ধন্যবাদ এবং আপনার প্রতিও রইল শুভ কামনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।