মালিক দেছে টাকা ভায়া
মিছিল-র্যালি যাই
সারাদিন ঘুরিফিরি
কাউয়া-বিরানি খাই।
মজদুর সব এক হও
কত কথা যে বলি
নেতা হামার গুঁতা মারে
ঠিক হয়ে তাই চলি।
নেতা হামার চাচা হয়
মালিক হয় বাপ
মে দিবস সুখে থাক
করিস ভায়া মাফ।
মালিক দেছে টাকা ভায়া
মিছিল-র্যালি যাই
সারাদিন ঘুরিফিরি
কাউয়া-বিরানি খাই।
মজদুর সব এক হও
কত কথা যে বলি
নেতা হামার গুঁতা মারে
ঠিক হয়ে তাই চলি।
নেতা হামার চাচা হয়
মালিক হয় বাপ
মে দিবস সুখে থাক
করিস ভায়া মাফ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভ সকাল প্রিয় মাহবুব ভাই। আশা করবো ভালো আছেন।
শুভ সকাল মুরুব্বীভাই। অনেকদিন পর ব্লগে এলাম। লগইন করতে সমস্যা হচ্ছিল। শেষপর্যন্ত পারলাম। লেখা দেয়ার ইচ্ছে রইল। ভালো থাকবেন।
ধন্যবাদ মাহবুব আলী ভাই। লগিন এ আর সমস্যা হবে না।
মে দিবসের শুভেচ্ছা তবু।
ধন্যবাদ এবং আপনার প্রতিও রইল শুভ কামনা।