নিরঞ্জনের না বলা কথা – ১

নিরঞ্জন বলেছিল,
“ভালোবাসতে যাবি না কখনো”;
শুনে আমি শুধু নীরবে হাসতাম।
আমি তো জানতাম —
নিরঞ্জন ছিল অভিশপ্ত দেবতার মতো,
যে পাওয়ার খুব কাছে গিয়ে
হারাতো সবই।
.
স্কুলে ফুটবল খেলার সময়,
ফুটবলরূপী জাম্বুরাটা
একে একে সবার পায়ে যেত;
খুব কাছ দিয়ে গেলেও
পা আর ছোঁয়া হতো না,
নিরঞ্জনের।
.
লেখাপড়ায় সবচেয়ে ভাল ছেলেটা
পরীক্ষায় ফার্স্ট হতো না কেন,
তা ছিল আমাদের কাছে
চরম রহস্যাবৃত।
.
এক মেঘ রৌদ্দুর ভরা অলস দুপুরে
শ্মশান জলে ভেসে যাওয়া
রক্তজবা দেখতে দেখতে,
নিরঞ্জনকে জিজ্ঞেস করেছিলাম-
“তুই কি কখনো ফার্স্ট হতে পারবি না?”
কিছুক্ষণ চুপ থেকে, শুধু বলেছিল-
“আমার ফার্স্ট হওয়া মানে তো,
বিপাশার চোখের জল !”

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

4 thoughts on “নিরঞ্জনের না বলা কথা – ১

  1. লিখাটি বেশ জীবন্ত মনে হলো। যেন জীবন থেকে নেয়া। অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে সমাপ্তি অংশবিশেষ। ___ শব্দনীড়ে আপনাকে স্বাগতম মি. রোমেল আজিজhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. মুরুব্বী আপনাকে ধন্যবাদ, এইটা সিরিজ কবিতার প্রথমটা, আশাকরি আস্তে আস্তে সবগুলো শব্দনীড়ে প্রকাশ করবো ।

  2. খুউব সুন্দর লেখা। অভিনন্দন কবি দা। স্বাগতম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।