কাটাকুটি খেলা

কাটাকুটি খেলা

তুই অন্য কারো জীবনের গল্প
আমি জীবন লিখি,
তুই অন্য কারো ঘরের হাঁসি
আমি কান্না আঁকি
তুই বহু, বহু দূরে সরে গিয়েছিস
আমি প্রেম লিখি;

অর্থের মোহ জীবনে অনেক বড়
স্বার্থপর ভালোবাসা বোঝে নি একবারও
তুই তুই খেলায় হেরে গিয়ে
‘তুমি’ হয়ে গিয়েছিস তুই অন্য কারো;

এখন রাতকে বড্ড ভালোবাসি আমি
আর অন্ধকার ভালোবাসে আমায়,
আমি কাটাকুটি খেলি কাগজে কলমে
কাব্য হলো না কবিতা, কি আসে যায়?

3 thoughts on “কাটাকুটি খেলা

  1. অনন্য সাধারণ কবিতা। অনেক শুভেচ্ছা প্রিয় নির্বাসনের মানুষ। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বেশ ভাল লেখা। অভিনন্দন কবি যাযাবর জীবন।

  3. আমি কাটাকুটি খেলি কাগজে কলমে
    কাব্য হলো না কবিতা, কি আসে যায়?

    বাহ! এর উপর কথা নেই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।