আ ফ সো স
আফসোস!
তুমি তোমার মন কে শুনলে না
দেখলে না
আপন অক্ষির বাঁকে অলকানন্দার জোয়ার,
গোঁয়ারের মত ছুটলে কেবল, দুর্মার
দাম্ভিকতার জোরে!..
আফসোস!
একটু হাসির জন্য ফুটেছিলো যে ফুল
তার মর্ম ধুলোয় মিটিয়েছ অন্ধ- অহংকারে!
একদিন এই দম্ভ তোমাকেই কুরে কুরে খাবে,
হায়েনার উন্মাদনায় রসদ জোগাবে –
তোমারই আর্তচিৎকার!
সবুজ জমিন
নীল আসমান
পাখীর কলতান, বৃক্ষের স্পন্দন
একে একে সর্বত্রই উপেক্ষিত হবে কুষ্ঠ রুগীর মতন!
আফসোস!
অমর্ত্যের এই প্রবণ
তোমার চরণ ছুঁইয়ে বয়ে গেল এত কাল
অথচ- তুমি ছুটছো ধু ধু মরুর দিকে…।
"অমর্ত্যের এই প্রবণ
তোমার চরণ ছুঁইয়ে বয়ে গেল এত কাল
অথচ- তুমি ছুটছো ধু ধু মরুর দিকে…।
আফসোস!" ___ কনক্লুসিভ কয়েকটি চরণ। বিনম্র শ্রদ্ধা রাখলাম প্রিয় স্যার। সালাম।
বিনম্র সালাম ও শুভেচ্ছা জানবেন স্যার
ধন্যবাদ স্যার।
আজকে ইমোতে আপনি জয়েন করেছেন এমন নোটিফিকেশন কল পেলাম। হ্যালো হ্যালো করলাম বেশ কিছুক্ষণ;
উত্তর না পেয়ে দমে গেলাম।
লেখাটি দারুণ হয়েছে কবি দা। অবশ্যি বরাবরই আপনি ভাল লেখেন সন্দেহ নাই।
দিদি নমস্কার
আপনার উপস্থিতি আমাকে উতসাহিত করে
নি:সন্দেহে। কিন্তু আমি কখনওই মান্যমত সম্মান দিতে পারিনা।
আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন
বিনম্র সালাম ও শুভেচ্ছা জানবেন স্যার