একা এবং একা
এতো ভালোবাসা
এত স্মৃত অবশেষ
স্তুপ আকৃতি নিয়ে
ভালোলাগা গড়ে।
জ্যোৎস্না ভেজানো স্মৃতি
শুদ্ধসত্ব ব্যাকুল আবেশ,
থাক তবে বিপুল ভালোলাগা
ভালোবাসার সূক্ষ্ম পরিবেশ।
আয়নায় মাঝেমাঝে
নিজেকে দেখা যায়,
আয়নায় মাঝেমাঝে
নিজেকে অচেনা লাগে।
একা এবং একা
এতো ভালোবাসা
এত স্মৃত অবশেষ
স্তুপ আকৃতি নিয়ে
ভালোলাগা গড়ে।
জ্যোৎস্না ভেজানো স্মৃতি
শুদ্ধসত্ব ব্যাকুল আবেশ,
থাক তবে বিপুল ভালোলাগা
ভালোবাসার সূক্ষ্ম পরিবেশ।
আয়নায় মাঝেমাঝে
নিজেকে দেখা যায়,
আয়নায় মাঝেমাঝে
নিজেকে অচেনা লাগে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ব্যক্তি পর্যায়ে নিজেকে বিশ্লেষণ সত্যিই অপূর্ব! ধন্যবাদ প্রিয় সৌমিত্র চক্রবর্তী।
ভালো লাগা
এক এবং এক একাকীত্বে নিজেকে কখনও অচেনা মনে হবেই কবি। সুন্দর লিখন।