ভ্যালেন্টাইনকে

ভ্যালেন্টাইনকে

যে মেয়েটি গ্রাম থেকে শহরের হোস্টেলে এলো
কি পেলো
হই হুল্লোড়
প্রেমপত্র
সেক্সচ্যাট
মহিলা টিজিং
ইভটিজিং র র‌্যাগিং
কি বুঝল
অবাধ সংকরায়ন
বায়োলজি প্র্যাক্টিক্যাল
হাতেনাতে কেমিষ্ট্রির রস
কি জানল
যে ছেলেটি ভালোবাসছে তাঁর ভার্জিনিটি উবে গেছে
তুলোর মতো, হাওয়ার মতো
বেড শেয়ারে মজা নিচ্ছে—?
পাশের ঘরে দাঁত চাপা হাসি, শীৎকার।

5 thoughts on “ভ্যালেন্টাইনকে

  1. সমকালীন বাস্তবতার শাব্দিক প্রক্ষেপণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অবাধ সংকরায়নে বায়োলজি প্র্যাক্টিক্যাল। হুম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. আসলেই অনেক সত্যকথা বলেছেন 

    গ্রাম থেকে শহরে এসে এমনি হয় রুপ——

মন্তব্য প্রধান বন্ধ আছে।