এ খা ন কা র বা র্তা

এ খা ন কা র বা র্তা

এখানে
নতুন কোন শব্দ নাই, বাক্য নাই
কিংবা নতুন কোন ছন্দ; আনন্দ অথবা চাকচিক্য
এখানে রোজকার একিই গল্প! একিই সুর একিই ছন্দ
ক্লান্তিহীন
লিখছি
পড়ছি
শুনছি…। ফের ভুলে যাচ্ছি!

থৈ থৈ জল পথের সীমানা ছেড়ে উঠে এসেছে উঠোনে
উঠে এসেছে মাঠের দীর্ঘশ্বাস আর বাউণ্ডুলে কচুরিপানার দল।
বৃষ্টিও এক ঘেয়ে
নিরন্তর কান্নার কোলাহল ঘিরে আছে চারপাশ
অবিশ্রান্তির ঘ্যাঙর ঘ্যাঙর আর স্যাঁত স্যাঁতে; ঈশান কোনে
আবারো জমাট বেঁধেছে কালো মেঘ! ভারী ,গম্ভীর, ভ্রু কুঁচকানো…

এখানে হঠাৎ করেই কেউ হেসে উঠবে না
অথবা, সোনার নুপূরে ঝংকার তুলে হবেন কোন নৃত্য
এখানে সেই পুরনো ইতিহাস! নিত্যদিনের সেই হা হুতাশ;
ঘোমটার আড়াল খুলে জাগবেনা কোন বাল্মীকি মুখ
এই চাতালে পুরনো সেই শ্যাওলা,পিচ্ছিল সেই পথ…অনন্ত অসুখ।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “এ খা ন কা র বা র্তা

  1. বাহ্ কবি দা। মুগ্ধ হলাম। আপনার শব্দ ভাস্বরের প্রতি অকুণ্ঠ সম্মান রাখি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. থৈ থৈ জল পথের সীমানা ছেড়ে উঠে এসেছে উঠোনে
    উঠে এসেছে মাঠের দীর্ঘশ্বাস আর বাউণ্ডুলে কচুরিপানার দল।—-অসাধারণ কবি দা

  3. ফ্যান্টাসটিক ক্রিয়েশন স্যার। স্যালুট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. "এখানে সেই পুরনো ইতিহাস! নিত্যদিনের সেই হা হুতাশ;
    ঘোমটার আড়াল খুলে জাগবেনা কোন বাল্মীকি মুখ
    এই চাতালে পুরনো সেই শ্যাওলা,পিচ্ছিল সেই পথ…অনন্ত অসুখ।"

    ভীষণ ভালো লেগেছে!

মন্তব্য প্রধান বন্ধ আছে।