খোলা চিঠি ১

নীলান্তি;
ঘড়িতে যখন ৫ টার কাটা ছুই ছুই, তখন তুমি বেলকুনিতে এসে দাড়িও…
আমি তোমায় পড়ন্ত বিকেলের সোনালী আলোয় সাজাবো, মেহেদী রাঙা দুটি হাতে তুলে দিয়ে যাবো আমার কবিতার খাতা….
যেখানে একদিন তুমি খুজে নিও আরেক বিশ্ব,আর তোমার নিরবতার কষ্ট, সেদিন হয়তো তুমিও বুঝতে পারবে আমাকে…….
পারবে তো খুজে নিতে…..! দূরে, হাজার লোকের ভিড়ে হারিয়ে যাওয়া এক অদ্ভুত মানুষটাকে……!

2 thoughts on “খোলা চিঠি ১

  1. রোম্যান্টিক এবং অসাধারণ সাহিত্য। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কবি দা'র জন্য শুভেচ্ছা রইলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।