কী ভীষণ ট্রিকী

কী ভীষণ ট্রিকী

একটাই শুধু ট্রিক শেখাও না, প্লীজ্,
যেভাবে আমায় ভুলতে পারলে তুমি!
আরতো কখনো কথা বাড়াবো না আমি,
বিরক্ত তোমায় করবো না হরগিজ।

একতরফাই ‘ভালো’তে এসেছো তুমি,
আদপে আমার লক্ষ্য ছিল না কোনও।
মিনিটে সাতটা কল্, শর্ট মেসেজও,
লাভ- কিশে লালে লাল হয়ে যেতো ভূমি।

আঠেরো আর একুশে মিলে যা হবার
তাকেও বসালে ব’লে ব’লে দশ গোলে,
পড়ে যাওয়া দিনে আকণ্ঠ সাঁতরালে,
যেচে গছিয়েছো গা – ছোঁওয়া অঙ্গীকার।

সারাজীবনের শিলমোহরী সে কথা,
কোন্ সারমনে প্রমাণিত তা অযথা!!

6 thoughts on “কী ভীষণ ট্রিকী

  1. ইন্টারেস্টিং কবিতা। যথেষ্ঠ প্রাঞ্জল ভাষায় রতি হয়েছে। ভালো লাগলো বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

     

    1. বন্ধু। আমার মন্তব্যের জন্য আমি ধন্যবাদ পাই নাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

      1. দেরীর জন্য দুঃখিত বন্ধু। আপনার মন্তব্য 

        প্রাণিত করলো।ধন্যবাদ।

      2. ধন্য হলাম কবি বন্ধু। সম্ভব হলে শব্দনীড়ের যে পোস্ট গুলো আপনার নজরে মানসম্মত মনে হবে, লিংক টুকু এফবিতে শেয়ার দিলে শব্দনীড় ব্লগের প্রতি অনেকের আগ্রহ জন্মাবে। :)

  2. অসাধারণ আপনার রচনা শৈলী কবি দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।