শুধু নিষ্ফল রৌশনী
একদিন ধর্মের অগাছা হয় তো, সবুজ ঘাস হবে!
নয় তো নর্দমার জল- তাতে কার কি?
ধর্মের কল বাতাসে উড়ে, সেই না উড়া সু-গন্ধী হবো;
কেমন করে? রক্ত মাটি কি আর বুঝে-
অমাটির তরে কীটপতঙ্গ অনলে পুড়ে- সে কি জানে?
জানে অন্তর কাঁদে মানবতার দুশ্চর!
অতঃপর মাটি কিংবা ছাইয়ে নিষ্ফল রৌশনী রৌরব-
মনে রাখা- না রাখা বাঁশপাতার ছাউনি।
২৫-০৬-১৮
কখনও কখনও খুবি গম্ভীর আবহের লিখা পাই আপনার। এই লিখাটিও তেমন।
শুভ সকাল প্রিয় বাউল কবি মি. সরকার।
জ্বি মুরুব্বী দা
এ বার কোরবানীতে দেখা হতে পারে
ভাল থাকুন——————-
ইনশাল্লাহ।
ইনবক্সে ফোন নম্বর দেন
গুরুগম্ভীর তাৎপর্যপূর্ণ লেখা। অল্প বাক্যেই তুষ্টি আনয়ন করল।
সাইদুর দা
কবিতা পাঠে অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———-
কবিতায় আমি জীবনের অর্থ খুজে পাই। আপনার কবিতাটিতেও এই যাযাবর জীবনের কিছু ছটা আছে।
বাব্বাহ্। আজ দেখি কবিতার সাথে প্রচ্ছদ এনেছেন। দু'য়ের মিলন দারুণ হয়েছে কবিবাবু।
জ্বি রিয়া দিদি- জ্বি
কবিতা পাঠে অশেষ ধন্যবাদ জানাই-
ভাল থাকুন———-