নেইআকঁড়ার প্রেম
কে জানে না? সে আমায় ভালোবেসেছিলো…….
তার ভালোবাসা মাঘী পূর্ণিমার ভরা জোছনার
মতো কিশোরী ছিলো
তার ভালোবাসা আষাঢ়ে বৃষ্টির মতো চঞ্চল ছিলো!
তবে কি আমি মোটেই ভালোবাসতে জানি না?
তালপাটালির প্রেমের মতো আমিও মৌসুমী গায়ক?
উড়োমেঘের ছাইয়ের মতো আমিও তেমনি নায়ক?
সে ফিরতে চায়নি…….
এমন কোনো নিষ্ঠুর কবিতা পৃথিবীর কোথাও নেই
তবে কি…… যে ভালোবাসা কিছুই বুঝে না
আমিই সেই!
তবুও সবাই বলে থাকেন সংগোপন
সে ছাড়া আমার আর কে আছে প্রাণের আপন?
তবুও আমি বলতে ছাড়ি না….
নেইআঁকড়ার মতো আমার কোনোও আবেগ নেই
বহতা নদীর মতো অকৃপণ সুর নেই
পাহাড়ি ঝর্ণার মতো সেই চাঞ্চল্যও নেই
দাম দিয়ে ভালোবাসা কেনার মতো মুরদও নেই!!
বহুকাল থেকেই আপনি লিখে চলেছেন জানি। কবিতা লিখায় যেমন ভ্যারিয়েশন প্রয়োজন হয়; আপনার প্রায় প্রতিটি লিখায় তেমনই খুঁজে পাই। অভিনন্দন কবি।
আন্তরিক কৃতজ্ঞতা ভাইয়া।
ভালবাসার মাঝে কৃপন চলে না দাদা
অনেক শুভেচ্ছা নিবেন————–
শুভেচ্ছা লিটন ভাই।
কাব্যগৃহে হারিয়ে গেলাম।ধন্যবাদ কবি বন্ধু
কৃতজ্ঞতা কবিবন্ধু।
আপনার জন্যও রইলো অসীম শুভেচ্ছা ভেলা। বেশি বেশি লিখুন আর আমাদের হৃদয়কে প্রাণচাঞ্চল্য রাখুন।
শুভেচ্ছা রেখে গেলাম কবি দা।
আমার লেখায় আসলে খুশি হবো। 
অবশ্য ই আসব দিদি। ধন্যবাদ অফুরান।