শুধু নিষ্ফল রৌশনী

শুধু নিষ্ফল রৌশনী

একদিন ধর্মের অগাছা হয় তো, সবুজ ঘাস হবে!
নয় তো নর্দমার জল- তাতে কার কি?
ধর্মের কল বাতাসে উড়ে, সেই না উড়া সু-গন্ধী হবো;
কেমন করে? রক্ত মাটি কি আর বুঝে-
অমাটির তরে কীটপতঙ্গ অনলে পুড়ে- সে কি জানে?
জানে অন্তর কাঁদে মানবতার দুশ্চর!
অতঃপর মাটি কিংবা ছাইয়ে নিষ্ফল রৌশনী রৌরব-
মনে রাখা- না রাখা বাঁশপাতার ছাউনি।

২৫-০৬-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

9 thoughts on “শুধু নিষ্ফল রৌশনী

  1. কখনও কখনও খুবি গম্ভীর আবহের লিখা পাই আপনার। এই লিখাটিও তেমন।
    শুভ সকাল প্রিয় বাউল কবি মি. সরকার। :)  

    1. জ্বি মুরুব্বী দা

      এ বার কোরবানীতে দেখা হতে পারে

      ভাল থাকুন——————-

      1. ইনবক্সে ফোন নম্বর দেন

    1. সাইদুর দা

      কবিতা পাঠে অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———-

  2. বাব্বাহ্। আজ দেখি কবিতার সাথে প্রচ্ছদ এনেছেন। দু'য়ের মিলন দারুণ হয়েছে কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি রিয়া দিদি- জ্বি

      কবিতা পাঠে অশেষ ধন্যবাদ জানাই-

      ভাল থাকুন———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।