ভ্যালেনটাইনস ডে-২
টালির ছাউনি দেওয়া যে বাড়িটি ওঠানামা করছিল
আসলেই ওটা একটা মস্ত বড় অজগর
সুর্পনখা প্রেম টা ঠিক জানতই না
নাক কান পুরুষরা শুতে যাওয়ার আগে কাটে না
পরে কাটে
কিছু বলা ই উচিত নয়
চুপচাপ কাছে বসো
গা ঘেঁষে কানে কানে কোন কথা নয়
দেখে যাও
শুনে যাও
সুর্পনখা হতে চাই না
আমার কানে কানে কিছু বলতে এসো না—-
বেশ লিখেছেন কবি অরুণিমা মণ্ডল। আমাদের শুভেচ্ছা।
ভালবাসার অম্লাণ অনুভূতির দারুণ গদ্যকথন। একরাশ মধুময় অনুভূতি সঞ্চারিত হল মনন কাননে। শুভেচ্ছা প্রিয় কবি বন্ধ অরুণিমা মণ্ডল
দারুণ।