ওমের ওষুধি

ওমের ওষুধি

তুমি আগুন হয়ে এলেই, আমি বৃষ্টি হতে ভুলে যাই
তুমি পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকলে –
আমি অচেনা বৃক্ষের শাখা হতে হতে
ভেঙে পড়ি আষাঢ়ের ঝড়ে…

একদা যে মাটিদাস ছিলাম, একদা এই নদীবৈভবে
কেটেছি সাঁতার, ভুলে যাই সে কথাও-
নিভৃতে একটি পাখির গমনদৃশ্য
শুধুই ঢেউয়ে আছড়ে পড়ে।

তোমাকে সাথে নিয়েই যদি বনবাসী হই
কিংবা দ্বীপান্তর
ওমের ওষুধগুলো সাথে নিও
পেরিয়ে যেতে এই, কবিতা-প্রান্তর।

3 thoughts on “ওমের ওষুধি

  1. সেই ই ভালো প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভদিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।