ওমের ওষুধি
তুমি আগুন হয়ে এলেই, আমি বৃষ্টি হতে ভুলে যাই
তুমি পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকলে –
আমি অচেনা বৃক্ষের শাখা হতে হতে
ভেঙে পড়ি আষাঢ়ের ঝড়ে…
একদা যে মাটিদাস ছিলাম, একদা এই নদীবৈভবে
কেটেছি সাঁতার, ভুলে যাই সে কথাও-
নিভৃতে একটি পাখির গমনদৃশ্য
শুধুই ঢেউয়ে আছড়ে পড়ে।
তোমাকে সাথে নিয়েই যদি বনবাসী হই
কিংবা দ্বীপান্তর
ওমের ওষুধগুলো সাথে নিও
পেরিয়ে যেতে এই, কবিতা-প্রান্তর।
সেই ই ভালো প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভদিন।
বাস্তবিক অবস্থাকেই আপনি ধ্যণে এনেছেন। চমৎকার কাব্যে আপনাকে জানাই মিষ্টি অভিনন্দন।
শুভেচ্ছা রাখলাম কবি দা।