যারা অগ্নি কুড়াতে ভুলে যায় []
আমার, তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। যারা জন্মমুর্খ-
কিংবা যারা বেঁচে আছে কিছুটা মোহান্ধ হয়ে। অথবা পা থাকতেও
খুঁড়িয়ে হাঁটতে ভালোবাসে। না- তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ
নেই আমার। যারা আছে কুয়োর জলাবদ্ধতায়, আর ভাবছে এটাই-
মহাসাগর, যারা কোনোদিন দেখেনি সবুজ পাতার রঙ, আর শীত
এলে অগ্নির উত্তাপ পোহাতে ভুলে যায়, করুণা ছাড়া কিছুই দেয়ার
নেই আমার- তাদের প্রতি।
.
মানুষের ইতিহাস ছিল। মানুষের স্রষ্টাজ্ঞান ছিল। অনুগত পৃথিবীর
ছায়ার কাছে মানুষই করেছে প্রথম প্রার্থনা। এমন অনেক সত্যের
ঝলক আমি দেখেছি ভাষায়। দেখেছি বিবর্তনের ঢেউয়ে ভেসে গেছে
অনেক অবর্জনা। পলিমাটির বুকে ফুটেছে যে ফুলকলি, তার নীচেও
ছিল কালো কাদামাটির স্তুপ।
.
যারা আগুনের কাছে যেতে ভয় পায়- অথবা কুড়িয়ে রাখতে পারে না
বিজলীর আদি পরিচয়, তাদের বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই।
বরং যে বিদ্বান চিঠিপাঠক, সারারাত অন্যের প্রেমপত্র পাঠ করে
নিজেও জ্ঞানী পাঠক হতে চেয়েছিল- তার জন্যই আমি লিখে রাখি
আমার সাবধান বাণী। দূত ও বিদ্যুত এর পার্থক্য নির্মাণে এই
লোকালয়ে প্রতিটি ভোরে আমি সাজাই আমার একান্ত ভাবনাবৃত্ত।
খুবই সুন্দর কবিতা। অভিনন্দন প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ সকাল।
সুন্দর কবিতা।
"যারা আছে কুয়োর জলাবদ্ধতায়, আর ভাবছে এটাই-
মহাসাগর, যারা কোনোদিন দেখেনি সবুজ পাতার রঙ, আর শীত
এলে অগ্নির উত্তাপ পোহাতে ভুলে যায়, করুণা ছাড়া কিছুই দেয়ার
নেই আমার- তাদের প্রতি"
প্রিয় ইলিয়াস ভাই, অনেক মর্মার্থ লুকিয়ে আছে আপনার এই কবিতায়।
আমার মন্তব্যের ঘরের আপনার কোটেড অংশটুকু থেকে বলতে ইচ্ছে করছে,
মানুষ যখন জ্ঞানের প্রথম স্তরে প্রবেশ করে অহংকারী হয়ে উঠে, সে মনে করে সে সবকিছুই জেনে ফেলেছে।
যখন দ্বিতীয় স্তরে প্রবেশ করে সে বিনয়ী হয়। জানার আগ্রহ তার বেড়ে যায়।
যখন তৃতীয় স্তরে প্রবেশ করে সে নিজের ভুল উপলব্ধি করতে পারে। অনেক কিছু জানার পরও সে মনে করে যে সে কিছুই জানে নি।
এটা কমবেশি সবাই জানে তাই অনেকেই হয়তো আমার এ মন্তব্য পড়বেও না।
বিঃদ্রঃ প্রথম স্তরটা খুব বিপদ জনক। এটার ভার সবাই সইতে পারে না – আর তখনই তার জ্ঞানের রাজ্যে প্রবেশের দ্বার বন্ধ হয়ে যায়। প্রথম স্তর অতিক্রম করতে পারলে দ্বিতীয় এবং তৃতীয় স্তরে প্রবেশ করা সহজ হয়ে যায়।
হা হা – আমি অবশ্য প্রথম স্তরের শুরুর দিকে আছি
ধন্যবাদ সুন্দর থীম নিয়ে কবিতা লেখার জন্য।
তৃপ্তির ঢেকুর গিলে ফেললাম আপনার লেখনীর ভেতরে লুকানো মর্মাথ উপলব্ধি করে। শুভেচ্ছা রইলো প্রিয় লেখক ফকির ইলিয়াস
শুভেচ্ছা কবি ফকির ইলিয়াস।
সুন্দর কবিতার কথা মালা।
ভালোবাসা কবি ফকির ইলিয়াস ভাই।