কাব্যিক প্রেম
জয়ন্ত, আমার অনুচ্চারিত কাব্যিক প্রেম
কতগুলো নদীতে গিয়েছো ভেসে,
কতগুলো দীঘিতে করেছো স্নান,
কতগুলি ঝিনুকের মুক্তোগুলি ছুঁয়েছো,
কতগুলি বর্ষায় রাত বিরেতে ভিজেছো,
একবার বলে দাও হে প্রিয়,
করো না কো অভিমান।
তোমারি চোখে দেখেছি মোর সর্বনাশ
তোমারি শরীরে পেয়েছি না-ছোঁয়া অচেনা ঘ্রাণ
সে কি প্রাণ না কি মৃত্যুভয় ?
এখনো ভেবে পাই নি, বুঝে পাই নি
ও আমার করুণাঘন নব দুর্বাদলশ্যাম।
লিখাটি পড়ার পর জয়ন্ত'র অভিমান থাকার কথা নয়। অসাধারণ লিখায় আপ্লুত হবেন।
অনেক ধন্যবাদ প্রিয় কবি বন্ধু ।
তোমারি চোখে দেখেছি মোর সর্বনাশ
তোমারি শরীরে পেয়েছি না-ছোঁয়া অচেনা ঘ্রাণ——–সুন্দর অনুপ্রয়াশ
অনেক ধন্যবাদ ভাই ।
এককথায় মুগ্ধ হলাম দিদি ভাই। সুন্দর।
অনেক ধন্যবাদ প্রিয় বোন ।
"তোমারি চোখে দেখেছি মোর সর্বনাশ"
প্রেম কতো গভীর তা এই একটা লাইনেই অনুমেয়।
শুভেচ্ছা কবি ইন্দ্রাণী সরকারকে

অনেক ধন্যবাদ কবি বন্ধু ।