অন্ধকার

অন্ধকার

কথা দিয়েছিলি তুই আসবি;

আমি অপেক্ষায় ছিলাম,
কেও আসে নি;

কিছু তপ্ত হাওয়া বয়েছিলো
দরজা দোল খাচ্ছিল কিছু লু বাতাস,
বারবার ঘর আর বাইরে আমার চোখ
নিজেও ঘুরে এসেছি দরজার ওপাশে কয়েকবার
অদ্ভূত এক নিস্তব্ধতা চারিদিকে
আর শূন্যতার হাহাকার;

সকাল, দুপুর, সন্ধ্যা অপেক্ষা করে
এক সময় সূর্যটাও ডুবে গেলো টুপ করে,
তারপর চারিদিক আধার;

চাঁদ ছাড়া চাঁদনি হয়েছিলো কবে?
আর তুই ছাড়া আমি,
রাত মানেই কি অন্ধকার?
তবে স্বপ্ন দিয়েছিলি কেন চোখে?
আসার আশা দিয়ে;

জেগে থাকলে পদধ্বনি নিঃশব্দতার
আর খর চোখে সূর্য কিরণ
সমূদ্র কি পুরোটাই লবণ?

স্বপ্নের পৃথিবীতেই তুই আমার
আর বাকি রাত অন্ধকার।

4 thoughts on “অন্ধকার

  1. "স্বপ্নের পৃথিবীতেই তুই আমার
    আর বাকি রাত অন্ধকার।" ___ অভিনন্দন প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।