বিরহের জলছবি

বিরহের জলছবি

কবে কোন কথা লিখেছিলে?
তোমার চিরকুটে আজও তা প্রাঞ্জল
যৌবন বেলা কথা কয় আজও
“বিরহের জলছবি” যেন মেঘে মেঘে
রঙধনু আঁচড়ে পৃথিবীর না না প্রান্তে
জলজ আহল্লাদে দৃশমান।

কিন্তু তুমি চুপসে গেছো
সময় ক্ষেপ; হয়তো তাড়িয়ে বেড়ায় আজও
চাওয়া পাওয়ার দোলা চলে
হিসেব কসে শুন্য মিলে! বারং বার
শুন্য যাপন তাথই থা রমনে বাতাস ছুঁয়ে যায়
এ কোন বিরহ বিভূতি রাঙা বরণে?
বার বার নমিত বদনে সমুখে আজ
যন্ত্রণা পোড়ায়; বেদুইন হাওয়া
বার বার ফিরে আসে এমন নন্দন বিরহে।

১৪২৫/ আষাঢ়/বর্ষাকাল।

6 thoughts on “বিরহের জলছবি

  1. কবে কোন কথা লিখেছিলে?
    তোমার চিরকুটে আজও তা প্রাঞ্জল
    যৌবন বেলা কথা কয় আজও
    “বিরহের জলছবি"

    অসাধারণ হয়েছে বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শ্রাবণ দিনের প্রথম কদম ফুল, ভালোবাসা বন্ধু।

  2. যন্ত্রণা পোড়ায়; বেদুইন হাওয়া
    বার বার ফিরে আসে এমন নন্দন বিরহে।

    * অসাধারণ…

    প্রিয় কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।