রাজপথ থেকে গলিপথ

রাজপথ থেকে গলিপথ

সমুদ্রের মতো অসীম উদার রাজপথ জুড়ে…..
সারাদিন পিপীলিকার মতো মানুষ পিলপিল করে
হাঁটে, ছুটে; দৌড়ে..
অংক কষে লাভালাভের লকলকে জিব
মাটি কুঁড়ে গর্ত করে, বেদনাভারে কাঁদে পৌরাণিক
দুমুর্খ কলমের নিব!

জিনেরা মরণ কামড় বসায়, পান্থজনও থাকে
আশায় আশায়!
লৌকিক থেকে অলৌকিক যতো পথ আছে, সবখানে…..
আগুনের ফুলকির মতো শান্তির বাণী শোনায়!

ইতিহাসের চিলেকোঠা ভেদ করে আচানক ফিরে আসে
কাল মার্কস, মাও সে তুং, লেলিনের তটস্থ আত্মা
পুঁজিপতিদের স্বর্গোদ্যানে ওদের কারো নেই
প্রবেশাধিকার,
তবে কেনো সবাই ভুলে যাবে না
রাজপথ, গলিপথ ওদেরও আছে কিছু অধিকার?

আমি সড়কে অহরহ লাশের গন্ধের কথা বলছি না
কবরের, মহাশ্মশ্বানের প্রাগৈতিহাসিক নীরবতার কথাও তুলছি না
অকালে শুকিয়ে যাওয়া কিছু রক্তকরবীর কথা বলছি!

এখন হরহামেশাই চোখের গঙায় আকাশ ভিজে
যার কোনো বেদনা নেই, সে কি বুঝে বেদনা কি যে!
তথাকথিত কিছু শব্দ আর বিচ্ছিন্ন বাক্যাংশরা বড়ো হয়
কে জানে না…?
পুঁজিবাদের ঘাড়ে বসা সোনার হাঁস কারো নয়!!

তবুও কি মাথার উপর মাছির মতো ঘুরঘুর করবে
আজন্ম লালিত পাপ?
তবুও কি রাজপথ থেকে গলিপথ আর কোনোদিন
ঘুচবে না পুঁজিবাদের জলজ্যান্ত অভিশাপ?

3 thoughts on “রাজপথ থেকে গলিপথ

  1. তবুও কি রাজপথ থেকে গলিপথ আর কোনোদিন
    ঘুচবে না পুঁজিবাদের জলজ্যান্ত অভিশাপ?

     

    * কবি বন্ধু, অনেকদিন পর।

    ভালো ছিলেন নিশ্চয়ই …

  2. আমার কাছে আপনার লিখা বরাবরই অসাধারণ লাগে। অভিনন্দন সহ শুভেচ্ছা জানবেন। শুভ সকাল।

  3. অপূর্ব হয়েছে কবিতাখানা। শুভেচ্ছা কবি দা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।