7 - Sonakand Durgo (67) - Copy - Copy

১০টি ভ্রমণ চিত্র – ১

সময়, সুযোগ আর অর্থ, এই তিনটি জিনিসের সমন্বয় করা খুব কঠিন। একটার ব্যবস্থা করলে অন্যটি পিছলে যায় হাতের মুঠ থেকে। কিন্তু যখন তিনটির সমন্বয় করা যায় তখনই একটা ভ্রমণে বেরিয়ে পরা যায়। সমন্বয় করতে পারা সেই সব ভ্রমণে ছবিগুলি থেকে ১০টি ছবি থাকবে এই থ্রেডে যেগুলি আগেই ফেসবুকে শেয়ার করা হয়েছে ।

১। আলোক গোলক

ছবি তোলার স্থান : যমুনা সেতু।
ছবি তোলার তারিখ : ২৩/৫/২০১৪ ইং
পথের হদিস : ঢাকা > যমুনা সেতু।

২। প্রতিক্ষা

ছবি তোলার স্থান : সাজেক, রাঙ্গামাটি।
ছবি তোলার তারিখ : ১৩/১০/২০১৬ইং
পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > দীঘিনালা > সাজেক।

৩। মেঘ সাগরে

ছবি তোলার স্থান : সাজেক, রাঙ্গামাটি।
ছবি তোলার তারিখ : ১৪/১০/২০১৬ইং
পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > দীঘিনালা > সাজেক।

৪। বালিয়াপাড়া জমিদার বাড়ির একাংশ

ছবি তোলার স্থান : বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়নগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২৪/১০/২০১৬ইং
পথের হদিস : ঢাকা > আড়াইহাজার > সাটুরিয়া > বালিয়াপাড়া।

৫। হাওয়াখানা পুকুর

ছবি তোলার স্থান : বালিয়াটি জমিদার বাড়ীর একটু আগে, মানিকগঞ্জ
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ইং
পথের হদিস : ঢাকা > মানিকগঞ্জ > সাটুরিয়া > বালিয়াটি জমিদার বাড়ী।

৬। হাওয়াখানা পুকুর

ছবি তোলার স্থান : বালিয়াটি জমিদার বাড়ীর একটু আগে, মানিকগঞ্জ
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ইং
পথের হদিস : ঢাকা > মানিকগঞ্জ > সাটুরিয়া > বালিয়াটি জমিদার বাড়ী।

৭। বালিয়াটি জমিদার বাড়ী

ছবি তোলার স্থান : বালিয়াটি জমিদার বাড়ী, মানিকগঞ্জ
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ইং
পথের হদিস : ঢাকা > মানিকগঞ্জ > সাটুরিয়া > বালিয়াটি জমিদার বাড়ী।

৮। ছয়আনি জমিদার বাড়ি

ছবি তোলার স্থান : ছয় আনি জমিদার বাড়ি, মানিকগঞ্জ
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ইং
পথের হদিস : ঢাকা > মানিকগঞ্জ > সাটুরিয়া > ছয়আনি জমিদার বাড়ি।

৯। গৌতম বুদ্ধ

ছবি তোলার স্থান : অপরাজিতা বৌদ্ধ বিহার, খাগড়াছড়ি।
ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১৪ ইং
পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > অপরাজিতা বৌদ্ধ বিহার।

১০। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়

ছবি তোলার স্থান : জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ভারত।
ছবি তোলার তারিখ : ০৫/১২/২০১৪ ইং
পথের হদিস : ঢাকা > কলকাতা > জোড়াসাঁকো ঠাকুরবাড়ি।

6 thoughts on “১০টি ভ্রমণ চিত্র – ১

  1. প্রত্যেকটা ছবি খুবি সুন্দর হয়েছে দাদা ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. * আপনার মাধ্যমে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের বেশ কিছু দূর্লভ ছবি পাই।

    ভালো থাকুন সবসময়।

    1. এই সিরিজে আগামীতে ইতিহাস-ঐতিহ্যের চেয়ে প্রকৃতি বেশী প্রাধান্য পাবে।
      ধন্যবাদ।

    1. বেড়াবার সময় আমিও উগ্ধ হয়েই ছবিগুলি তুলি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।