আদর
তোর হাতে বড্ড আদর;
যখন হাত বুলাস হাতে
যখন হাত বুলাস মাথায়
যখন হাত বুলাস গায়ে
আদর অনুভব মনের ভেতরে
আদর তোর স্পর্শে স্পর্শে;
কাছে আসলেই বুঝি আদর দিতে হয়?
ওরে ও আদুরে মেয়ে!
একদিন আদর মেখে দিয়ে যাস আদুর গায়ে,
আদরে আদরে।
তোর মনে বড্ড আদর;
যখন মন রাখিস মনে
যখন নাক ঘষিস বুকে
যখন হৃদয় হৃদয়ে
আদর অনুভব মনের গভীরে
আদর তোর অস্তিত্ব জুড়ে;
ভালোবাসলেই বুঝি আদর দিতে হয়?
ওরে ও আদুরে মেয়ে!
একদিন আদর মেখে দিয়ে যাস আদুর হৃদয়ে,
আদরে আদরে।
ভালোবাসলেই বুঝি আদর দিতে হয়? … দিতে হয় প্রিয় নির্বাসনের মানুষ।
হুম জীবন বাবু। আদরে আদরে।
* সুন্দর…
যাযাবর জীবন মানেই একটু ভিন্ন স্বাদের কবিতা!!!
