7 - Sonakand Durgo (67) - Copy - Copy

১০টি ভ্রমণ চিত্র – ২

সময়, সুযোগ আর অর্থ, এই তিনটি জিনিসের সমন্বয় করা খুব কঠিন। একটার ব্যবস্থা করলে অন্যটি পিছলে যায় হাতের মুঠ থেকে। কিন্তু যখন তিনটির সমন্বয় করা যায় তখনই একটা ভ্রমণে বেরিয়ে পরা যায়। সমন্বয় করতে পারা সেই সব ভ্রমণে ছবিগুলি থেকে ১০টি ছবি থাকবে এই থ্রেডে যেগুলি আগেই ফেসবুকে শেয়ার করা হয়েছে ।

১। ঝুলন্ত সেতু
ছবি তোলার স্থান : ঝুলন্ত সেতু, রাঙ্গামাটি।
ছবি তোলার তারিখ : ২৮/০১/২০১৪ ইং

পথের হদিস : ঢাকা > রাঙ্গামাটি > ঝুলন্ত সেতু

২। পাহাড়ি কুটির
ছবি তোলার স্থান : নীলগিরি যাওয়ার পথে, বান্দরবান।
ছবি তোলার তারিখ : ২৯/০১/২০১৪ ইং

পথের হদিস : ঢাকা > বান্দরবান > নীলগিরি।

৩। গোপীনাথ জিউর মন্দির
ছবি তোলার স্থান : আচমিতাভোগ বেতাল, কটিয়াদী, কিশোরগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২৪/২/২০১৭ ইং

পথের হদিস : ঢাকা > কিশোরগঞ্জ > কটিয়াদী > গোপীনাথ জিউর মন্দির।

৪। আড়াই দিনকা ঝোপড়া
ছবি তোলার স্থান : আড়াই দিনকা ঝোপড়া, আজমের, ভারত।
ছবি তোলার তারিখ : ১৩/৩/২০১৪ ইং
কথিত আছে এই মসজিদটি আড়াই দিনে বানানো হয়েছিলো জ্বিনদের দিয়ে। তবে কাজ সম্পূর্ণ করতে পারেনি।

পথের হদিস : ঢাকা > কলকাতা > দিল্লী > আজমের।
বা ঢাকা > কলকাতা > জয়পুর > আজমের।
বা আরো নানান ভাবে যাওয়া যায়।

৫। জিন্দাপীরের মসজিদ
ছবি তোলার স্থান : বাগেরহাট।
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ ইং

পথের হদিস : ঢাকা > বাগেরহাট > খানজাহান আলরি মাজারের অল্প দূরত্বে।

৬। বেতাব ভ্যালী
ছবি তোলার স্থান : বেতাব ভ্যালী, পেহেলগাম, কাশ্মির, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/৫/২০১৫ ইং

পথের হদিস : ঢাকা > কলকাতা > জম্মু > পেহেলগাম > বেতাব ভ্যালী।

৭। পাহাড়ি নদী
ছবি তোলার স্থান : পেহেলগাম, কাশ্মির, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/৫/২০১৫ ইং

পথের হদিস : ঢাকা > কলকাতা > জম্মু > পেহেলগাম।

৮। একলা পথে
ছবি তোলার স্থান : মেরিন ড্রাইভ, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ইং

পথের হদিস : ঢাকা > কক্সবাজার > মেরিন ড্রাইভ।

৯। ট্রাম
ছবি তোলার স্থান : কলেজ স্ট্রিট, কলকাতা, ভারত।
ছবি তোলার তারিখ : ২২/০৫/২০১৫ ইং

পথের হদিস : ঢাকা > কলকাতা > কলেজ স্ট্রিট।
ওয়ার্ল্ড হেরিটাজ কালকাতার ট্রামটি নাতীকে দেখাচ্ছেন এক দাদা।

১০। ঢেউ
ছবি তোলার স্থান : ছেড়াদ্বীপ, সেন্টমার্টিন।
ছবি তোলার তারিখ : ২৮/০১/২০১২ ইং

পথের হদিস : ঢাকা > টেকনাফ > সেন্টমার্টিন > ছেড়াদ্বীপ।

6 thoughts on “১০টি ভ্রমণ চিত্র – ২

  1.  ধন্যবাদ প্রিয় দস্যু ভাই!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    ঝুলন্ত সেতু এবং ছেড়াদ্বীপে যাওয়ার সৌভাগ্য হয়েছিলো।

    1. বেশ, বুঝা যাচ্ছে আপনিও বেরাতে ভালবাসেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. পেহেলগাম, কাশ্মির, ভারত। আমার ভীষণ প্রিয় একটি জায়গা। ভ্রমণ টুকিটাকি যোগ করায় ভ্রমণ পিপাসু অনেকের সুবিধে হবে। ধন্যবাদ আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. প্রতি যায়গা নিয়ে কখনো না কখনো বিস্তারিত লেখাবো হয়তো। এখানে ছবিটাই প্রধান।

  3. আমি এখনও সময় সুযোগে বেড়িয়ে পড়ি। এ্যমেচার কিছু ছবিও তোলা হয়। তবে আপনার পোস্ট বর্ণনা আমার কাছে বেশী আকর্ষণীয় লাগে।

    1. এই সিরিজটায় শুধুই ছবি থাকে, আর ছবিটা কবে কোথায় তোলা সেইটুকুই। আগামীতে ভ্রমণের উপরে আলাদা করে পোস্ট আসবে। আগেও কিছু এসেছে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।