বন্ধুত্ব মানে মনের সাথে মনের মিল

বন্ধু মানে মেঘলা দুপুর শিশির ভেজা ভোর
বন্ধু মানে মনের মাঝে অনেকখানি জোর
বন্ধু মানে ভীষন কষ্ট একটু অভিমান
মনের মাঝে কোথায় যেন অনেকখানি টান . . . . . . . . . .

এক অকারণ অনুভূতির নাম বন্ধুত্ব? হাতে হাত রেখে পাশাপাশি চলাটাই বন্ধুত্ব ? বন্ধুত্ব মানে বয়সের সাথে বয়সের মিল নয়, বন্ধুত্ব মানে মনের সাথে মনের, গোপনে হয়ে যাওয়া পরিচয়…..বন্ধুদের। জীবনের সংকটে বন্ধুই ছুটে যান বন্ধুদের কাছে। আবার আনন্দ, উল্লাস কিংবা দিন শেষের অবসরেও এরা ভালোবাসেন বন্ধুত্বের কলতান শুনতে। বন্ধুত্বের পরিপূরক সম্পর্কের মাঝে এরা খুঁজে পান জীবনযাপনের ভিন্ন রস।
বন্ধু কখনো পুরনো হয় না।
বন্ধুহীন আর প্রেমহীন জীবন নাবিক বিহীন জাহাজের মতো। তাই মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে একজন ভালো বন্ধুর প্রয়োজন অনুভব করে। কারণ, একজন প্রকৃত বন্ধু জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্নার অংশীদার হয়। প্রকৃত বন্ধুই পারে কিছুক্ষণের জন্য হলেও দুঃখ-কষ্টকে ভুলিয়ে রাখতে। রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল বলেছেন, ‘দুটি দেহে একটি আত্মার অবস্থানই হলো বন্ধুত্ব । সেটা হতে পারে ছেলের সাথে মেয়ের, ছেলের সাখে ছেলের, প্রেম আর বন্ধুত্ব আলাদা কিছু নয়। প্রেম হতেই কামনার সৃষ্টি।

13 thoughts on “বন্ধুত্ব মানে মনের সাথে মনের মিল

  1. বন্ধুত্বের আকার নেই শুধু বিশ্বাস আস্থা রাখার নাম বন্ধু

    অনেক শুভেচ্ছা রইল 

    1. আপনার জন্যও সতত শুভ কামনা প্রিয়।

  2. বেশ সিক্ত হলাম বন্ধু বন্দনায়,,,

    অবিরাম শুভেচ্ছা নিবেন

    1. আপনার জন্যও অনন্ত শুভ কামনা।

       

  3. "বন্ধু মানে মেঘলা দুপুর শিশির ভেজা ভোর
    বন্ধু মানে মনের মাঝে অনেকখানি জোর
    বন্ধু মানে ভীষন কষ্ট একটু অভিমান
    মনের মাঝে কোথায় যেন অনেকখানি টান …"

    ___ অসাধারণ একটি টোন। অনেক দিন মনে পড়লো শব্দনীড়কে ? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. মাঝে মাঝে আমি আমার নিজকেই ভুলে যাই গুরু। তারপরও আপনার কথা গতকাল মনে পড়ল তাই এই পোষ্ট। ভুলতে চাই পারি না কিন্তু কেন ? কিসের মোহ , কিসের আর্কষন ?

      1. :) :) শব্দনীড় এর পাশাপাশি ফেসবুকেও যুক্ত হলেন।

  4. * অনেকদিন পর আপনার লেখা পেলাম।

    ভালো থাকুন কবি। 

    1. সময় কম পাই তাই লেখা নিয়মিত দিতে পারি না।

      আপনিও  ভাল থাকুন।

  5. জীবনের সংকটে বন্ধুই ছুটে যান বন্ধুদের কাছে। আবার আনন্দ, উল্লাস কিংবা দিন শেষের অবসরেও এরা ভালোবাসেন বন্ধুত্বের কলতান। স্বাগতম দাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. বন্ধুত্ব মানে

      বয়সের সাথে বয়সের মিল নয়

      বন্ধুত্ব মানে

      মনের সাথে মনের, গোপনে হয়ে যাওয়া পরিচয়

      আপনার জন্য অনন্ত শুভ কামনা দিদি।

  6. "বন্ধুহীন আর প্রেমহীন জীবন নাবিক বিহীন জাহাজের মতো"

    চমৎকার বলেছেন প্রিয় হামিদ ভাইhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. বন্ধুত্ব মানে

      বয়সের সাথে বয়সের মিল নয়

      বন্ধুত্ব মানে

      মনের সাথে মনের, গোপনে হয়ে যাওয়া পরিচয়

      আপনার জন্যও সতত শুভ কামনা প্রিয়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।