অযোগ্য আঁধারকাব্য

অযোগ্য আঁধারকাব্য

টিস্টলের পাশে দাঁড়িয়ে থাকা সুবোধ বালক দেখে
ট্রেন চলে যাচ্ছে।ঝুলে থাকা মানুষগুলো কেউ ফিরছে,
কেউ যাচ্ছে গন্তব্যে। যে আসনগুলো পূর্ণ ছিল
সেই আসনে এখন ভনভন করছে একটি মৃতকায় মাছি

একটি মরানদী,
মানুষকে তার ভাঙা হাড় না দেখাতে পারার বেদনায়
কাঁদছে, আর মানুষটি হাসছে খিলখিল করে।

সঙ্গত অধিকার-ভুলে যাচ্ছে মাটি।
দখলদারেরা নিজেদের জন্য গড়ছে সর্পনিবাস।

8 thoughts on “অযোগ্য আঁধারকাব্য

  1. কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। সালাম।

  2. সঙ্গত অধিকার-ভুলে যাচ্ছে মাটি।
    দখলদারেরা নিজেদের জন্য গড়ছে সর্পনিবাস। অসাধারণ আপনার কবিতা। 

  3. শুভকামনা কবি ফকির ইলিয়াস ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. অনেক আপনার কবিতা পড়া হয়নি। সেদিনের পর আজ পড়লাম কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. সঙ্গত অধিকার-ভুলে যাচ্ছে মাটি।
    দখলদারেরা নিজেদের জন্য গড়ছে সর্পনিবাস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।