জানালা খুলে দাঁড়িয়ে ছিলাম;
যীশু বললো, “এখানে মধ্যরাতে ঈশ্বর আসবেন।”
মিনিট থেকে মাস
মাস থেকে আলোকবর্ষ ঈশ্বরের অপেক্ষায় থেকে থেকে
আবার জানালার ধারে গেলাম;
ক্রুশবিদ্ধ যীশু চিৎকার করে ওঠলো,
“মধ্যরাত হতে এখনো কিছুটা বাকি।”
কুরআন, পুরান, বাইবেল এবং আমার অন্তর খুলে
ঈশ্বরের প্রতিক্ষায় রইলাম।
তার আরও এক কোটি বছর পর প্রকম্পিত ইথারে
যেই মধ্যরাতের ঘণ্টা ভেসে এলো
জানালা খুলে দেখি, আমার ঈশ্বর খালি পায়ে দাঁড়িয়ে আছেন।
নীলরঙ শাড়ি পরা, খোঁপায় সাদা ফুলের মালা
এবং পা জুড়ে আলতার বাহার;
গত জনমে ঠিক যেভাবে তাকে সাজিয়েছিলাম !
কবিতায় নিউ কনসেপ্ট !! অবাক হলাম আপনার কবিতায় মনন শৈলী'র অসাধারণ বিন্যাসের চিত্রায়ণ কল্পনা করে। দারুণ মি. মিড ডে ডেজারট। শুভ সকাল।
গবেষণায় বা বিভিন্ন রকম প্রফেশনাল এনালাইসিসের কোন কোন ক্ষেত্রে ভেরিয়েব্যলগুলোর ওয়েট দেয়ার রীতি আছে। আপনার এই অসামান্য মন্তব্যের প্রতিটা শব্দের ওয়েট দিলাম; একান্তই আমার আনন্দে। দেখলাম, আপনার শব্দগুলোর ওয়েট আমার লেখার প্রকৃত ওয়েট থেকে এক ছটাক বেশি হয়ে গেছে। আমার বউ জানে, আমি অতোটা অনেস্ট না; তাই এদিক সেদিক তাকিয়ে সেই এক ছটাক পকেটস্থ করে ফেলেছি।
বেশি পেলে কে না আনন্দিত হয় বলুন মিঃ মুরুব্বী?! আমিও ভীষণ!!
সাউণ্ড ইজ টুউ গুড।
থ্যাঙ্কস মি. মিড ডে ডেজারট। 
ভালো লাগল কবিতাটি,
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই কবিকে।শুভ সন্ধ্যা
প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা –
আপনার মন্তব্যে ভীষণ আনন্দিত হয়েছি।
আপনার দিন ভালো কাটুক।
মিঃ দাউদুল ইসলাম, আপনার কবিতায় কমেন্ট পোস্ট হচ্ছেনা। কমেন্ট করার অপশন/চেক বক্সটা আনচেকড কিনা খোঁজ নিতে পারেন।
দূর্দান্ত মানুষ তো আপনি !! একর পর এক অসাধারণ লেখা পড়ছি আপনার হাতের। আমার কাছে ভাল লেগেছে ভীষণ।
অনেক বড় কমপ্লিমেন্ট! খুব আনন্দিত হলাম।
আপনাকে অশেষ ধন্যবাদ!
* সুন্দর কবিতা…
আপনাকে অশেষ ধন্যবাদ কবি!