তুই আর আমি, প্রতিদিন

তুই আর আমি, প্রতিদিন

আমি প্রতিদিন তোর খোঁজ করি
প্রতিদিন অন্তত একবার হলেও তোর ওয়ালে উঁকি মারি
তুই কেমন আছিস বুঝতে চেষ্টা করি
যখন বুঝি তোর মন খারাপ
মনআদর দেই দূর থেকে
মন ভালো থাকলে একটু খুনসুটি;
আচ্ছা! আমি কি তোকে ভালোবাসি?

আজ সকাল থেকেই আকাশ ঝরছে
কখনো বৃষ্টি ঝুমঝুমান্তি
কখনো টিপটিপান্তি
একদম তোর ভালোবাসার মত
কখনো দস্যু কখনো চুমু
বড্ড দেখতে ইচ্ছে করছে তোকে;

চুমু মানেই ঠোট চুমু হতেই হবে কে বলেছে?
চা চুমুতেই আমার বেশ চলে যায়
তুই সামনে থাকলে,
একটু চোখের দেখা
একটু হাতে হাত
একটু আদর স্পর্শ
চোখে চোখে তাকিয়ে থাকা
আর মাঝে মাঝে টুপ করে তোর চোখ থেকে বৃষ্টি ঝরা
তারপর চলে যাবার সময় মন খারাপ
বড্ড বেশী ভালোবাসিস বুঝি আমায়?

এভাবেই বেশ চলে যাচ্ছে দিনের পর দিন
মনে মনে তুই আর আমি, প্রতিদিন;
ভার্চুয়ালে কিংবা সত্যিকার জীবনে
মিলেমিশে দুজনে!

5 thoughts on “তুই আর আমি, প্রতিদিন

  1. কবিতায় কথোপকথন অসাধারণ। অভিনন্দন এমন আন্তরিক লিখায় নির্বাসনের মানুষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. আহা কী প্রেমময় কাব্য

    অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই কবিকে।শুভ সন্ধ্যা
    প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা –https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. এভাবেই বেশ চলে যাচ্ছে দিনের পর দিন
    মনে মনে তুই আর আমি, প্রতিদিন;
    ভার্চুয়ালে কিংবা সত্যিকার জীবনে
    মিলেমিশে দুজনে!

     

    * চমৎকার কবিতা…

  4. দারুণ লিখেছেন।

    পড়া শেষেও মনে লেগে আছে !

মন্তব্য প্রধান বন্ধ আছে।