জমে যাচ্ছি পাথরের মত


জমে যাচ্ছি পাথরের মত

জমে যাচ্ছি পাথরের মত
জমে যাচ্ছে সুখ, দুঃখ, দীর্ঘশ্বাস ব্যতীত আরো ক্ষত সমস্ত
নরম কোমল হৃদয় হতে ক্ষয়িত রক্ত
লাল মেঘের মত পরতে পরতে ঠাঁই নিচ্ছে অনন্ত বুকে
জমে যাচ্ছে বরফ স্বচ্ছ এক একটি শোকার্ত অশ্রু;
স্মৃতির মলাটে জমে আছে যাপিত জীবন
রঙ বেরঙের বিচ্ছিন্ন স্বপন।
প্রেমময় সুখ চিহ্ন, চুম্বনের বিবর্ণ দাগ, কান্নার রেখা
জমে জমে ক্রমেই হচ্ছে পাথর নির্লিপ্ত
দেখার কিছুই নাই
বারে বারে ফিরে চায় তবু বরফ গলা পথের শাখায়
এবার একটু শীতলতা চাই, একটু প্রশান্তি চাই।
বরফের ধর্ম কি- জমে যাওয়া না গলা
এক টুকরো বরফ হতে চেয়ে আমি আজ বড্ড দোদুল্যমান…

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “জমে যাচ্ছি পাথরের মত

  1. দারুণ ব্যঞ্জনাময়! ভীষণ মুগ্ধ !

    আপনার আরও কবিতা পড়ার অপেক্ষায় থাকবো। 

  2. স্মৃতির মলাটে জমে থাকে আমাদের যাপিত জীবন। সুন্দর হয়েছে কবি দা। নমষ্কার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. স্যার এর লিখা মানে অসাধারণ এক অনবদ্য মুগ্ধতা। বিনম্র সম্মান জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. প্রেমময় সুখ চিহ্ন, চুম্বনের বিবর্ণ দাগ, কান্নার রেখা
    জমে জমে ক্রমেই হচ্ছে পাথর নির্লিপ্ত———-দারুন কবি দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।