ফ্ল্যাশব্যাক
মৃত্যুর কাছে হাত পেতে হয়েছি নিঃশেষ
নিয়ম করে খাওয়া, ঘুম, বাজারে যাওয়া
এইসব অর্থহীন কাজে বাড়ছে যোগাযোগের দেনা
এমন পৌনঃপুনিক জীবন – অঘোষিত অন্ধকার
সমস্ত ক্লান্তি গিলে খাচ্ছে নির্লজ্জ রাত
ঠোকাঠুকি চলছে প্রতিশোধ – প্রতিরোধ
গগনবিদারী চিৎকার…..
ভীষণ ছোঁয়াচে রোগে গলছে দক্ষিনের বরফ
কেউ দেখেনি আগে এমন থই থই রূপ ঝরানোর দৃশ্য
রাহাখরচ বেড়ে গেলে পিছনে ফেলে আসি
টুকটাক গল্পের ফ্ল্যাশব্যাক।
হু বেশ কবি —————
লেখাটির শেষ ভাগ যেন আমারও কথা কবি দা।
রাহাখরচ বেড়ে গেলে পিছনে ফেলে আসি
টুকটাক গল্পের ফ্ল্যাশব্যাক।