ফ্ল্যাশব্যাক

ফ্ল্যাশব্যাক

মৃত্যুর কাছে হাত পেতে হয়েছি নিঃশেষ
নিয়ম করে খাওয়া, ঘুম, বাজারে যাওয়া
এইসব অর্থহীন কাজে বাড়ছে যোগাযোগের দেনা
এমন পৌনঃপুনিক জীবন – অঘোষিত অন্ধকার
সমস্ত ক্লান্তি গিলে খাচ্ছে নির্লজ্জ রাত

ঠোকাঠুকি চলছে প্রতিশোধ – প্রতিরোধ
গগনবিদারী চিৎকার…..
ভীষণ ছোঁয়াচে রোগে গলছে দক্ষিনের বরফ
কেউ দেখেনি আগে এমন থই থই রূপ ঝরানোর দৃশ্য
রাহাখরচ বেড়ে গেলে পিছনে ফেলে আসি
টুকটাক গল্পের ফ্ল্যাশব্যাক।

3 thoughts on “ফ্ল্যাশব্যাক

  1. লেখাটির শেষ ভাগ যেন আমারও কথা কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. রাহাখরচ বেড়ে গেলে পিছনে ফেলে আসি
    টুকটাক গল্পের ফ্ল্যাশব্যাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।