নিরব হত্যা
ঘরছাড়া পাখি ছিলো যত, সারাদিন উড়ে বেড়াতো ঘুরে বেড়াতো সবুজে সবুজে ইচ্ছেমতো।
গাছ ছিলো যতো, অরণ্যে, পাখির নরম বুক ছুঁয়ে যেত তাদের ডাল, আবডাল, যা এখন দুরুহ। মানুষ এখন দমকল ডেকে তাদের বাসা ভেঙে ফেলে।
আধুনিক যাঁতাকলে পিষে যায় গাছ, ঘর ছাড়া হয় পাখিরা। আচ্ছা পাখিরাও তাহলে উদ্বাস্তু হয়! ঝালর দেওয়া মখমলি চাদরের, জানলার পর্দায় আঁকা থাকে পাখি পোট্রেট, শায়িত অক্ষরেরা সাদায় পাতায় তাদের নামায় ছন্দে ছন্দে।
ডিজিটাল সোসাইটিতে আজকাল পাখিরা, গাছেরা বড্ডো বেমানান।
"ডিজিটাল সোসাইটিতে আজকাল পাখিরা, গাছেরা বড্ডো বেমানান।"
অসাধারণ এক গদ্য কথন। একদম স্বতন্ত্র চেতনা লুব্ধ। অভিনন্দন কবিবন্ধু রিয়া রিয়া।
সহস্র শুভেচ্ছা প্রিয় বন্ধু।
দক্ষ হাতে কাব্যিকরুপ দিয়ে বিষয়টাকে আপনি আরো বেশি দামি করেছেন। শব্দের পাশে যে নৈপুন্যে আপনি আরেকটা শব্দ বসিয়েছেন যে পাঠকের নোলক পছন্দ সে এই কবিতাভরা নোলক দেখবে, যার নাকফুল পছন্দ সে শুধু নাকফুল —
কবিতাটার ভাজে ভাজে ব্যঞ্জনা; মুগ্ধ না হয়ে পারা যায়না।
কৃতজ্ঞতা জানাই দাদা ভাই। আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।
ডিজিটাল সোসাইটিতে আজকাল পাখিরা, গাছেরা বড্ডো বেমানান।
* অপূর্ব শব্দ শৈলী ভাবের ব্যঞ্জনায় মুগ্ধ সুপ্রিয় কবি দি…
সজাগ পাঠের জন্য শুভেচ্ছা নিন কবি দা।
আজ কাল পশুপাখি কিছু প্রাণী সমানতারাল হয়ে গেছে
রিয়া দিদি—–অনেক শুভেচ্ছা নিবেন——–
ধন্যবাদ কবিবাবু।