নেভিগেশন ইকুইপমেন্ট-SAT-C


SAT-C

SAT-C বা স্যাটেলাইট কমিউনিকেশন হল একটি মোবাইল ফোন স্টেশন (MES) এবং ল্যান্ড আর্থ স্টেশন (LES) এর মধ্যে কাজ করে এমন টেলিযোগাযোগ কোম্পানী Inmarsat দ্বারা পরিচালিত একটি দ্বিপথ, প্যাকেট ডেটা সার্ভিস। এটি দিয়ে voice বা mail, image ইত্যাদি গভীর সমুদ্রে চলমান জাহাজ-অফিস-জাহাজে – ট্রান্সফার করা যায় তবে আমাদের নিকটবর্তি স্টেশন সিঙ্গাপুরে অবস্থিত স্টেশন এই ব্যবস্থা নিয়ন্ত্রন করে এবং এদেরকে প্রতি বছর একটা নির্দিষ্ট ফি দিতে হয়। ছবিতে দেখতে পাচ্ছেন এতে কম্পিউটারের মত কী-বোর্ড এবং প্রিন্টার রয়েছে।
মাধ্যম? অবশ্যই স্যাটেলাইট! এর এন্টিনা ব্রিজের ভিতরে বা বাইরে যে কোন স্থানেই স্থাপন করা যায়।
জানুয়ারী 1991-এ প্রাক-পরীক্ষামূলক ট্রায়ালের একটি নির্দিষ্ট সময়ের পরে এটি সম্পূর্ণরূপে কার্যকরী হয়ে ওঠে।

আগামীতে নিয়ে আসব GPS, এতক্ষণে আপনারা একটু চা-বিস্কুট বা ইলিশ পোলাও খেয়ে আসতে পারেন।

4 thoughts on “নেভিগেশন ইকুইপমেন্ট-SAT-C

  1. ওকে স্যার। এই পোস্টের কাহিনী জেনে রাখলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif তয় চা-বিস্কুট বা ইলিশ পোলাও খেয়ে আসবো কই থিকা সেইটা কন। রেসিপি ভাই আসেনা ম্যালা দিন। তাঁর কাছেও তো কিছু শিখনের আছিল আমাদের। সামনে কোরবানী। হালিম, কাবাব শিখনের বড় ইচ্ছা আছিল, সেইটা পূরণ করবো কেডা !! জবাব চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gif

    1. বাড়ি যাইয়া পোলার মায়েরে কন রাইন্ধা দিব।

      রেসিপি ভাইরে আমিও খুইজা পাইতাছিনা জনাব, হে অহন তার নতুন সাহেবগো নিয়া ব্যস্ত। হালিম আর কাবাব খাওনের শখতো আমারও আছে, আফনে যদি তারে খুইজা পান তাইলে আমারেও একটু ভাগ দিয়েন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gif

  2. হায় ঈশ্বর। পোস্টের ছবি গুলো যদি বাস্তবে দেখতে পারতাম। সম্ভব কি? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    1. ছবিগুলি বাস্তবে দেখতে হইলে দিদি আফনেরে আমাগো ঢাহায় আইতে হইবো। আহেন দেহাইয়া দিমু, আমাগো জাহাজেই আছে। এই রহম দুইটা জাহাজা আমার তত্বাবধানে তৈরী হইতেছে। না হইলে কোলকাতা ডায়মন্ড হারবারে অনেক জাহাজ আছে সেখানেও দেখতে পারেন।

      ধন্যবাদ দিদি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।