1 - NA

বিভিন্ন দেশের জাতীয় প্রাণীসমূহ – ০১

পৃথিবীর প্রতিটি দেশেরই জাতীয় পশু রয়েছে।
ধরুন আপনাকে যদি বলি বাংলাদেশের জাতীয় পশু কি?
আপনি বলবেন রয়েল বেঙ্গল টাইগার।
১০০ তে ১০০ পেয়ে পাশ।

এবার যদি জানতে চাই, বাংলাদের জাতীয় প্রাণীগুলি কি কি?
পাখির নাম দোয়েল, মাছের নাম ইলিশ এই পযর্ন্ত বলে যদি থেমে যান তাহলে ফুল মার্ক পাবেন না।
এই তালিকাতে আরো একটি প্রাণী রয়েগেছে………

যাইহোক, এই সিরিজে আমি পৃথিবীর প্রায় সবগুলি দেশের জাতীয় প্রাণীগুলিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো। আজ প্রথম কিস্তিতে ১০টি দেশের প্রাণীদের হাজির করছি, বাকিগুলিও একে-একে এসে যাবে।

১। এ্যালবেনিয়া :

ঈগল (Eagle)

সিংহ (Lion)

ড্রাগন (Dragon)

=============================================

২। আলজেরিয়া :

Fennec Fox (বাংলা নাম জানা নেই)

=============================================

৩। আরমেনিয়া :

ঈগল (Eagle)

ড্রাগন (Dragon)

=============================================

৪। এন্টিগুয়া & বারবুডা:

নীল তিমি (Blue Whale)

=============================================

৫। এ্যানগোলা:

Magnificent Frigatebird (বাংলা নাম জানা নেই)

=============================================

৬। আর্জেনটিনা :

পুমা (Cougar)

Hornero (বাংলা নাম জানা নেই)

=============================================

৭। অস্ট্রেলিয়া

কেংঙ্গারু (Kangaroo)

ইমু (Emu)

কোয়ালা (Koala)

=============================================

৮। অস্ট্রিয়া

Black Eagle (বাংলা নাম জানা নেই)

=============================================

৯। বাহামা

Blue Marlin (বাংলা নাম জানা নেই)

Flamingo (বাংলা নাম জানা নেই)

=============================================

১০। বাংলাদেশ

রয়েল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)

দোয়েল (Oriental Magpie Rob)

শুশক নামে পরিচিত (Ganges River Dolphin)

ইলিশ (Hilsa)

তথ্য ও ছবি : সংগ্রহীত

12 thoughts on “বিভিন্ন দেশের জাতীয় প্রাণীসমূহ – ০১

  1. * দেখাকে নতুন করে দেখা আবার অদেখাকে দেখার সুযোগ ঘটে আপনার পোস্টে…

    শুভ কামনা সবসময়… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

  2. শুধু সুন্দর না দাদা অসাধারণ হয়েছে পোস্ট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. প্রত্যেক ছবিই তো সুন্দর লাগলো। জাতীয় পাখি'র ছবি সংগ্রহও আপনার সুন্দর।

  4. বেঙ্গল ভাই। এই ভাই সাহেবের তুলনা হয় না। চলন বলনে অতুলনীয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

    1. সুন্দরবনে একবার শুধু বাঘ মামাকেই দেখতে যাওয়ার ইচ্ছে আছে, বিশেষ যায়গায়।

    1. ফুল সিরিজ শেষ হয়নি। ঐটা চলমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।